রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ২ জন গ্রেফতার কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী  প্রদীপের আনারসের গণজোয়ার ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু

আফগানিস্তান সম্ভবত গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে : যুক্তরাষ্ট্রের জেনারেল মিলি

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১০.২৬ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল শনিবার সংবাদ মাধ্যমকে জানান, আফগানিস্তান সম্ভবত গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং হুশিয়ার করে দেন যে সেই পরিস্থিতি দেশটিতে সন্ত্রাসী গ্ৰুপগুলির পুনরুত্থানে সহায়ক হবে।

আমেরিকান সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে তালিবান গোষ্ঠী দ্রুত অভিযান চালিয়ে আফগানিস্তান দখল করে নেয় এবং একমাত্র উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশটি কট্টরবাদী ইসলামপন্থিদলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমর্থ হয়।

জয়েন্ট চিফস অফ স্টাফ’এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি ফক্স সংবাদ মাধ্যমকে জানান, আমার সামরিক মূল্যায়ন এই যে, সেখানকার পরিস্থিতি গৃহযুদ্ধের রূপ নিতে পারে”।তিনি প্রশ্ন রাখেন, তালিবান যারা এখনো কোনো সরকারের ঘোষণা দেয়নি, তারা কি ক্ষমতা সুসংহত করতে এবং একটি কার্যকর সরকার গঠন করতে পারবে!

জেনারেল মার্ক মিলি বলেন, আমার মনে হয় সেখানে বৃহত্তর এক গৃহযুদ্ধ হওয়ার সমূহ আশংকা রয়েছে , যা পরবর্তীতে এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যা আল কায়দার পুনর্গঠনে কিংবা আইসিস বা অন্যান্য সন্ত্রাসী দলেরশক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন আফগানিস্তানে কি ঘটতে যাচ্ছে সে ভবিষ্যৎবাণী তিনি করতে পারছেন না, তবে তিনি কেবল এক বিবর্ণ চিত্র তুলে ধরছেন। মিলি ফক্স সংবাদ মাধ্যমকে বলেন, সেখানকার পরিস্থিতি এমন যেআগামী ১২, ২৪ বা ৩৬ মাসে ওই ব্যাপক এলাকাজুড়ে আপনারা দেখতে পারেন সন্ত্রাসবাদের পুনরুথান।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আল কায়দার ১১ই সেপ্টেম্বরের হামলার পর,আফগানিস্তানে অভিযান চালায় এবং প্রথম তালিবান সরকারকে উৎখাত করেI পশ্চিমের সরকারগুলির আশংকা যে আফগানিস্তান আবারও সন্ত্রাসীদের অভয় আশ্রয়স্থল হয়ে উঠতে পারে যারা কীনা তাদের উপর হামলা চালাতে বদ্ধপরিকর।

যুক্তরাষ্ট্র বলেছে আফগানিস্তানে তাদের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে তারা সীমান্তের বাইরে থেকে আঘাত হানার ক্ষমতা রাখে।

(এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com