সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আফগানিস্তানের জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছালো

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৪.৪৩ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে পাকিস্তান সরকারের দেয়া একটি প্লেনে আফগানিস্তানের জনগণের জন্য অতি প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর প্রথম চালানটি আফগানিস্তান এসে পৌঁছেছেI তালিবানের ক্ষমতা গ্রহণের পর সেখানে এসব জরুরি সহায়তার প্রয়োজন দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এসব জরুরি সহায়তা সামগ্রী দুবাইতে ভর্তি করা হয় এবং পরে সরাসরি প্লেন যোগে আফগানিস্তানের মাজার ই শরীফে পাঠানো হয়। তারপর এসব সামগ্রী আফগানিস্তানের ২৮টি প্রদেশের ৪০টি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে।

আফগানিস্তানে তালিবান গোষ্ঠী সপ্তাহব্যাপী চমক জাগানো অগ্রাভিযানের পর, ১৫ই অগাস্ট কাবুল প্রবেশ করে । তাদের অগ্রাভিযানে তারা ৩৪টি প্রদেশের ৩৩টি প্রদেশ প্রাক্তন আফগান নিরাপত্তা বাহিনীর তরফে কোনো প্রতিরোধ ছাড়াই দখল করে নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখন সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন একটি নির্ভরযোগ্য আকাশ সেতু বন্ধন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানায়, আফগানিস্তানের জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পূরণে, এটা ছিল পাকিস্তান এয়ারলাইন্স আয়োজিত তৃতীয় চালানের প্রথম সরবরাহ চালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com