রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ২ জন গ্রেফতার কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী  প্রদীপের আনারসের গণজোয়ার ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু

গাইবান্ধার বিটিভি’র সাবেক জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক সাবু আর নেই

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৫.১৫ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ গাইবান্ধার সিনিয়র বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি)সাবেক জেলা প্রতিনিধি,দৈনিক জনকন্ঠের গাইবান্ধা প্রতিনিধি আবু জাফর সাবু আর নেই। শনিবার ২৮ আগস্ট দিনগত রাত ১ টার(রোববার ২৯ আগস্ট)দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশ্বজুড়ে ভয়াবহ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থতার মানসে নিবিড় চিকিৎসার জন্য তিনি সম্প্রতি বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সেখানে করোনার সাথে মরণপণ যুদ্ধে হার মেনে সর্বস্তরের সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।যেখান থেকে কেউ কোনদিন ফিরে আসেনি।তিনি আজ নেই ভাবতে বড়ই অবাক লাগে।আমাদের সকলেই ওই একই পথের পথিক।তবে কেউ দু’দিন আগে আবার কেউবা দু’দিন পর।তবুও কোন-কোন মৃত্যু বড়ই ভাবায়।বড়ই বেদনাদায়ক।বড়ই হৃদয় বিদারক।যেন মেনে নিতে বড়ই কষ্ট হয়।তবুও মহান স্রষ্টার চিরায়ত লীলা মেনে নিতেই হয়।
গাইবান্ধা তথা বৃহত্তর রংপুর অঞ্চলে সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের একনিষ্ঠ নক্ষত্র পথিকৃত জেলার সর্বস্তরের চির-পরিচিত,সাদামাটা হাস্যোজ্জ্বল স্বভাবের বিজ্ঞ-অভিজ্ঞ সিনিয়র সহকর্মীর সাথে সখ্যতার বসেই হোক আর পেশাগত হোক কিংবা ভিন্ন কোন পরামর্শের বিষয়ই হোক আর কোনদিন ঘটবে না তাঁর সাথে সাক্ষাত।আন্তরিক স্নেহের দৃষ্টিভঙ্গিতে আর বলবে না কখনো মুকুল তুমি কেমন আছো।কি খবর পলাশবাড়ীর।গুরুত্বপূর্ণ কোন নিউজ থাকলে আগে ভাগে দিবা।চা-না খেয়ে যাবেনা।মাঝেমধ্যে আর কোনদিন কোন বিষয় নিয়ে হবে না কোনো ফোনালাপ।সবমিলিয়ে পরম স্রষ্টার মহিমায় একমাত্র মৃত্যুই কেবল নিশ্চিত।বাকি সবই কেবল অনিশিত।আর এটাই নিয়তি-এটাই চিরায়ত।
মরহুমের আমেরিকা প্রবাসি মেয়ে-জামাতা, নাতি-নাতনি, ছেলে, পরিবার-পরিজন, অনুজসহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন,পাড়াপ্রতিবেশি,সজ্জন ও গুণগ্রাহীসহ ঘনিষ্ঠ প্রিয়জনরা শোকাভিভূত হয়ে পড়েছেন।
একাধারে তিনি কবি, সৃজনশীল সিনিয়র সাংবাদিক, সম্পাদক, ছড়াকার, বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট, নাট্যকার, আবৃত্তিকার, উপস্থাপক, ইতিহাস সংগ্রাহক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এবং বলিষ্ঠ সাংবাদিক নেতৃত্ব ছাড়াও একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আবু জাফর সাবু। বিশ্বস্ত অনুজ সহকর্মীদের কাউকে কিছু না জানিয়ে গভীর দুঃখের সাগরে ভাসিয়ে বড় অসময়ে চলে গেলেন তিনি।তাঁর মৃত্যুতে গোটা গাইবান্ধা জেলা বাসি একজন আস্থাভাজন সাংবাদিক অভিভাবককে হারালেন।এ অপূরণীয় অনুপস্থিতি কখনো পূরণ হবার নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com