রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

ভারতের লাদাখের কারগিলে ১৪৫ দিন পরে মোবাইল ইন্টারনেট চালু

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৫.০৪ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

ভারতের নবগঠিত কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের কারগিলে দীর্ঘ ১৪৫ দিন পরে আবার মোবাইল ইন্টারনেট চালু হয়েছে।গত অগস্ট মাসের ৫ তারিখে ভারত সরকার জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার সময় নিরাপত্তার যুক্তি দিয়ে মোবাইল ফোন, ইন্টারনেট, সবই বন্ধ করে দিয়েছিল। তার পরে আস্তে আস্তে জম্মুর কিছু এলাকায় আংশিক ভাবে ওই পরিষেবা ফিরিয়ে দেওয়া হয়। আজ ১৪৫ দিন পরে তা ফের চালু করা হলো নতুন কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের কারগিলে। স্থানীয় প্রশাসন সূত্রে বলা হয়েছে, ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকায় এই ব্যবস্থা নেওয়া হলো। উল্লেখ্য, মুসলমান প্রধান কারগিল ভৌগোলিক দিক থেকে লাদাখের অন্তর্ভুক্ত হলেও সেখানকার বাসিন্দাদের দাবি ছিল কাশ্মীরে থাকার। কাশ্মীর উপত্যকা কিন্তু এখনও ইন্টারনেট ফিরে পায়নি। কেন্দ্রীয় সরকার বলছে, কোথায় কখন ইন্টারনেট চালু করা হবে, পরিস্থিতি খতিয়ে দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। বিরোধী দলগুলির বক্তব্য, কাশ্মীরের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে বলে সরকারি দাবি যে মিথ্যা, এতেই তার প্রমাণ পাওয়া যায়। কাশ্মীরের মূল রাজনৈতিক দলগুলির নেতাদের এখনও বন্দি করে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের তিন জন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com