অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যর অগ্নিনির্বাপক কর্মীরা দাবাগ্নি ঠেকাতে আগে ভাগে বেশ কিছু এলাকার ঝোপঝাড় আগুন দিয়ে পুরিয়ে দিচ্ছে। শুক্রবার সকালে প্রায় ১৩’শ দমকল বাহিনীর কর্মী মাঠে নেমে ঘাস গুল্ম এবং ঝোপ-ঝাড়ে আগুন জালিয়ে দেয়— যাতে করে ঐ সব এলাকায় দাবাগ্নি না ছড়ায়। ঐ অঞ্চলে এখনও ৩৩টি আগুন নেভানো সম্ভব হয়নি।
গত কয়েক মাসে দেশব্যাপী প্রায় ৫০লক্ষ হেক্টর জমি পুড়েছে। নয় জন নিহত এবং ৯৫০ টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েগেছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ৮৫০ টি ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply