শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শরীয়তপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের ভিতর জনপ্রিয়তার শীর্ষে আছেন কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন আটক কুকি-চিনের ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সয়াবিনের খোলা তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাত তেলের দাম দেশে স্বর্ণের দাম বাড়লো ২৫ এপ্রিল থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা এপ্রিল জুড়েই তাপমাত্রার আধিক্য থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিএনপির নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের এমপি খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে মিজানুর রহমান মিলু ভাঙ্গা খাঁ ইউনিয়নবাসীর সেবক হতে চান

ঈদের চারটি নাটকে শখ বিনোদন

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৭.১২ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এই সময়ে শিশু মডেল অভিনেত্রী সাদিকা মালিহা শখ। ঈদকে সামনে রেখে চারটি নাটকে অভিনয় করেছে। তবে নাটকের কাজে ব্যস্ত সময় পার করছে শিশু শিল্পী শখ। নাটক গুলো হলো ঈদে নাগরিক টিভিতে “প্যাচিং ম্যাচিং”, নাটকটি রচনা করেছেন বাহবুব হাসান জ্যােতি।আর নাটকটি পরিচালনা করেছে আশরাফী মিঠু।

নাটকটি ঈদেন দিন থেকে ৭তম দিন পর্যন্ত রাত ১০:৪৫ মিনিটে প্রচার হবে। “তুরুলতা এখনও বৃষ্টিতে ভিজচ্ছে” নাটকটি পরিচালনা আফজাল কবির।Gtv টিভিতে প্রচার হবে ঈদে। এ ছাড়া আরেকটি নাটকে অভিনয় করেছে “জল্লাদ” এটি পরিচলনা করেছে আবু হায়াত মাহমুদ ভুইঁয়া। ঈদে প্রচার হবে। এবং দীপ্তটিভিতে “প্লাটফর্ম” নামে নাটকে কাজ করেছে।

তা ছাড়া শখ বেশ কিছু ধারাবাহিক নাটকে ও কাজ করছেন। ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’ নাটকে অভিনয় করলেন সাদিকা মালিহা শখ। নাটকটি গল্প ও উপন্যাস ডঃ মাফুজুর রহমান। চিত্র নাট্য ও পরিচালক মুরাদ পারভেজ , পর্ব পরিচালক- রিনটু পারভেজ , প্রধান সহকারী -ধ্রুব আহম্মেদ ও সহকারী পরিচালক – আবির হায়দার খান, সুমাইয়া লতা।

নাটকটি নিয়ে খুব আশাবাদী সাদিকা মালিহা শখের। তিনি বলেন , ‘ধারাবাহিক এই নাটকটিতে আমি পুতুল নামে চরিত্রটি করছি। এখানে দুই বাসায় আমার মায়ের কাজের সুবাদে আমার যাতায়াত। কিন্তু কাহিনিটা মটেও গতানুগতিক নয়। নাটকে বা সিনেমায় গৃহপরিচারিকায় যিনি বা যারা থাকেন তাকে খুব ভালো চোখে দেখা হয়না। বা তেমন গুরুত্ব ও দেওয়া হয়না।

কিন্তু এখানে দুবাসার সবাই আমাকে খুব ভালোবাসে,আদর কারে এবং বাড়ির মেয়ের মতনি দেখে। ছোট্ট করে বলতে গেলে নাটকটি পারিবারিক গল্প। এখানে হাসি,কাননা,শ্রদ্ধা বোধ,স্নেহ মমতা পারিবারি বন্ধন এবং ততকালীন (১৯৮০) প্রক্ষাপটটা বোঝানো হচ্ছে। এ নাটকে অভিনয় করতে ভিষন ভালো লাগছে। সেটে সবাই পুতুল বলেডাকে। এখানে নিলয়( আরমান চরিত্র) আমার মামা ভিষন ভালো মানুষ।

শর্মিলি দাদুঝুনা আংকেল, চুমকি ম্যাম সবাই ভিষন ফ্নেডলি। মনেই হয়না সুটিং সেট ডিরেক্টর ( মুরাদ পারভেজ) সহ সবাই ভিষন আনন্দের সাথে কাজ করে। আর একটা কথা না বললেই নয়। আপনারা দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন “স্মৃতির আলপনা আঁকি ” নাটকটার জন্য। নাটকটা যেন সফল ভাবে দির্ঘ্য পথ পাড়ি দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com