বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক ২০২০ আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে । স্বাস্থ্য বিশেজ্ঞদের সতর্কতা সত্ত্বেও অলিম্পিকের আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ ১০ হাজার দর্শক নিয়েই হবে ইভেন্ট।
সোমবার (২১ জুন) এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তাঁরা জানিয়েছেন, স্টেডিয়ামের সর্বোচ্চ ৫০ শতাংশ সিটে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ জাপানে বসবাসকারী ১০ হাজার দর্শক মাঠে বসে খেলা সুযোগ পাবেন।
এর ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে কী পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন সে বিষয়ে জল্পনা-কল্পনার অবসান হলো।
করোনা মাহামারির কারণে এক বছর পিছিয়ে চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এ মেগা ইভেন্ট। মহামারির সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে নানা পদক্ষেপের কথা জানায় কর্তৃপক্ষ।
সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামে জয়োল্লাস নিষিদ্ধ করা হয়েছে। দর্শকদের মাস্ক পড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে বলা হয়েছে। তাছাড়া দর্শকদেরকে কোনো ধরনের ভিড় তৈরি না করে সরাসরি স্টেডিয়ামে প্রবেশ এবং ইভেন্ট শেষে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
স্টেডিয়ামে অ্যালকোহল পানের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আয়োজক কমিটি টোকিও ২০২০-এর প্রধান সেইকো হাশিমোতো বলেন, খেলা চলাকালীন স্টেডিয়াম অ্যালকোহল পান করতে দেওয়া হবে কিনা তা বিবেচনা করছে তারা।
এদিকে, প্রাথমিকভাবে প্রতিটি ইভেন্টে সর্বোচ্চ ১০ হাজার দর্শককে পবেশের অনুমতি দেওয়া হলেও এ সংখ্যা আরো কমিয়ে আনা হতে পারে। করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১২ জুলাইয়ের পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
বিদেশি দর্শকদের বেলায় আগে থেকেই নিষেধাজ্ঞা জারি আছে। তবে এনবিসিইউনিভার্সেলসহ অন্যান্য টেলিভিশন কর্তৃপক্ষ বিভিন্ন ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেজ্ঞরা অলিম্পিক আয়োজনের বিপক্ষে মত দেয়। গত শুক্রবার স্বাস্থ্য বিশেজ্ঞদের পক্ষ থেকে বলা হয়, স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে না দেওয়াই হতে পারে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ উপায়।
করোনার সময়ে অলিম্পিক আয়োজনের বিপক্ষে দেশটির অনেকেই। জাপানের টেলিভিশন চ্যানেল আসাহি নিউজ নেটওয়ার্কের এক গবেষণায় শতকরা ৬৫ভাগ লোক অলিম্পিক আয়োজন স্থগিত রাখার বা বাতিল করার পক্ষে মত দেন। আর শতকরা ৭০ভাগ মনে করেন করোনার জন্য প্রয়োজনীয় সতর্কতা মেনে অলিম্পিক আয়োজন সম্ভব হবে না।
Leave a Reply