ভারতের নাগরিত্ব আইন নিয়ে বিএনপি তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের ঐ আইন শুধু ভারত নয়, পুরো উপমহাদেশের জন্যই হুমকিস্বরূপ বলে মনে করে দলটি। এ আইন বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে বলে অভিমত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এনআরসি বাংলাদেশের স্বার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন রাজ্যে সহিংস বিক্ষোভের কারণে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থলবন্দরের যাত্রী চলাচল এবং পণ্য পরিবহন স্বাভাবিকের তুলনায় অনেক কমেছে।
কর্তৃপক্ষীয়ভাবে শুক্রবার একদিনের জন্য সিলেটের তামাবিল স্থলবন্দর বন্ধ থাকার পর শনিবার তা আবার খুলে দেয়া হয়েছে। তবে শনিবার বাংলাদেশ থেকে ভারতে গেছেন মাত্র ১৭ জন ফিরে এসেছেন দুই শতাধিক বাংলাদেশী।
বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারী ব্যবস্থা জোরদার বলে জানিয়েছেন ঝিনাইদহের বিজিডি কর্মকর্তা মেজর কামরুল হাসান।
Leave a Reply