মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাটরা স্টুডেন্টস ফোরাম আলোকিত মানুষ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বার্ষিক কুইজ বিজয়ী ও উত্তীর্ণদের পুরস্কার বিতরণ দীর্ঘ ১৫ বছর পরে ইউপি নির্বাচন প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় রাজারবাগ শরীফের কামিল শায়েখ হযরত মুজাদ্দিদে আযমের কাছে বাইয়াত ময়মনসিংহে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন আগামীকাল আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথ সভা যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাবা ও ছেলেকে মারধরের পর গুলি করে হত্যা আগামী ৪ মে থে‌কে বাড়ছে ট্রেনের ভাড়া যশোরের শার্শায় স্বর্ণেরবার পাচারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের ১ কেজির বেশি স্বর্ণ জব্দ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ৪.৫২ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষের পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ সিএনজি ট্যাক্সির ৩ যাত্রী ও ডাম্প ট্রাকের ধাক্কায় পথচারী এবং বাকলিয়ায় বাসের সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১ টায় বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমা দিঘির পাড় এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাকের সাথে পেকুয়াগামী একটি সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মা ও মেয়েসহ ট্যাক্সির ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং অপর ৩ জন আহত হন। নিহত ৩ জনের মধ্যে ৮ বছর বয়সী শিশুকন্যাটির নাম প্রিয়া বলে জানা গেছে। তবে তার মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত অপর যাত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের মো. হাশেমের পুত্র আবদুর রহিম (২৮)।

 

 

আহত ৩ জন ট্যাক্সিচালক আইয়ুব (২৬), যাত্রী আরমান (২৮) ও অজ্ঞাত পরিচয় আরেক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
এর আগে, সকাল ১০ টায় বাঁশখালীর জলদীতে ডাম্প ট্রাকের ধাক্কায় সুনীল চক্রবর্তী নামে এক বৃদ্ধ মারা গেছেন। ৭০ বছর বয়সী পথচারী সুনীলকে একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে, নগরীর বাকলিয়া এলাকায় গতকাল সন্ধ্যায় এস আলম বাসের নিচে চাপা পড়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ সূত্র জানায়, রোববার বিকেলে মোটর সাইকেল চালিয়ে দুই যুবক চান্দগাঁও থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। তাদের মোটর সাইকেলটি ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে এস আলম বাসের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন : বোয়ালখালী উপজেলার শেখ চৌধুরী পাড়া আব্দুস সালাম মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. আবু বকর (৪৮) ও চন্দনাইশ উপজেলার কানাইমাদারী এলাকার ওসমান গনির ছেলে মো. মজিদ উদ্দিন (৩৭)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com