মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

করোনাকালে অনলাইনে পাঠদানে সম্মাননা পেলেন ফুলবাড়ীর কামরুন নাহার

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৪.২৬ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক কামরুন নাহার করোনাকালে অনলাইনে পাঠদানে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন।

করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ব্যানারে ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম চালু করে ১৪ জন শিক্ষক । পরবর্তীতে সারাদেশের শিক্ষকরা এতে অংশ গ্রহন করেন। এই কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে শিক্ষিককে “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে করোনাকালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়  প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো: ইফতেখার হোসেন ভূইয়া সহকারী শিক্ষিক কামরুন নাহারের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।

শুক্রবার সকালে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের উদ্যোগে পিটি আই হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইফতেখার হোসেন ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে পিটিআই ঢাকার সুপারিন্টেন্ডেন্ট মোঃ কামরুজ্জামান কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, মোঃ মোফাজ্জল হোসেন, ঢাকা টিচার্স ট্রেনিং সেন্টারের সহযোগী অধ্যাপক মোঃ কবির হোসেন, সুমন হাবিব, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডমিন মোসাম্মমত আকলিমা আখতারসহ অনেকে উপস্থিত ছিলেন। আগামীতেও শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পেজের সদস্যরা। বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি শুধুমাত্র রংপুর বিভাগের ১৫০ জন শিক্ষক সহ মোট ২শ সদস্য ও পেজের এডমিনগণ এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৫ জন শিক্ষক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com