বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আগামীকাল ২৬মার্চ স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্নজয়ন্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের পরিবেশনায় আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর রচনা ও জাহাঙ্গীর আলমের নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক “বঙ্গবন্ধু মানে বাংলাদেশ” নাটকটির শিল্প নির্দেশনা দিয়েছেন সুবীর মহাজন।
সহ- নির্দেশনায়, সামির পল্লব ও মেহেদী হাসান। নাটকের প্রযোজনা অধিকর্তা অ্যাড. শামছুল আবেদীন, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ প্রযোজনা উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন জেলা প্রশাসক সুনামগঞ্জ ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ।
কোরিওগ্রাফি করেছেন তুলিকা ঘোষ চৌধুরী, আলোক পরিকল্পনা আসলাম অরণ্য, আবহ সংগীত ও শব্দ নিয়ন্ত্রণ শাহ জুনায়েদ মোহাম্মদ সৃজন, নাহিদ আল নেওয়াজ, অরিজিৎ ঘোষ চৌধুরী,রূপসজ্জা মঞ্জু তালুকদার, মঞ্চ ব্যবস্থাপক এ এস মাহবুব নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সামির পল্লব, আব্দুল্লাহ আল-নোমান, পুলক রাজ, তুর্য রাজ,হাফিজুর রহমান,তুষ্টি তালুকদার, প্রমি তালুকদার, দৃষ্টি তালুকদার, পল্লব ভট্টাচার্য, দীপংকর দে, আশীষ বর্মন,আমজাদ হোসেন, মৌমিতা বিশ্বাস, শিপা আক্তার, ঝর্না আক্তার, ইয়াছির আহমেদ জাওয়াদ, মৌলী তালুকদার, অংকিতা তালুকদার,শাহ্ জুনায়েদ মোহাম্মদ সৃজন, রাইয়ান রাফি,রবিউল ইসলাম পুলক, অনিসিমাস চৌধুরী অনি, আজ সন্ধা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।
Leave a Reply