বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিচারক হিসেবে কাজ শুরু লাভলু, শাওন ও হৃদয়ের স্যাটেলাইট চ্যানেলে এনটিভির উদ্যোগে ও জিপিএস ইস্পাতের সহযোগিতায় এনটিভিতে শীঘ্রই প্রচার শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘অনন্য প্রতিভা’। এরই মধ্যে দেশের ছয়টি বিভাগীয় শহরে প্রাথমিক রাউন্ডের কাজ শেষ হয়েছে। এ প্রতিযোগিতার প্রধান বিচারকের ভূমিকায় আছেন সালাহ উদ্দিন লাভলু, মেহের আফরোজ শাওন এবং হৃদয় খান।
রাজধানীর তেজগাঁওতে এনটিভির স্টুডিওতে এই প্রধান তিন বিচারক বর্তমানে প্রাথমিক রাউন্ড থেকে উঠে আসা প্রতিযোগীদের থেকে কোয়ার্টার ফাইনালের প্রতিযোগী বাছাই করছেন। এ অনুষ্ঠানের প্রযোজক এবং পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র। শুভ্র বলেন, ‘প্রধান তিন বিচারক লাভলু ভাই, শাওন আপা এবং হৃদয় ভাই বেশ সূক্ষ্ম বিচার করেই তারা প্রতিভাবানদের তুলে আনছেন।’
অনুষ্ঠানটি প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘কোন রিয়েলিটি শো’র বিচারক হিসেবে এটাই আমার প্রথম কাজ’। মেহের আফরোজ শাওন বলেন, ‘অনন্য প্রতিভা’র প্রধান একজন বিচারক হওয়াটা আমি ভীষণ উপভোগ করছি।
উপভোগ করার মূল জায়গাটা আমার কাছে হচ্ছেÑ এখানে বয়স নির্দিষ্ট করে দেয়া হয়নি। যে কারণে বিভিন্ন বয়সের সৃষ্টিশীল মানুষদের আমরা পাচ্ছি। যেমন কেউ গান ভালো করছের, কেউ নাচ ভালো করছেন।’ হৃদয় খান বলেন, ‘আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান প্রচার হওয়ার পর এ ধরনের অনুষ্ঠানে নিজেদের মেধার বিকাশ ঘটাতে বাংলাদেশের আরও অনেক মানুষ আগ্রহী হয়ে উঠবেন।’
শুভ্র জানান আগামী ঈদের পর থেকে এনটিভির পর্দায় অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। মূল পর্যায়ে উপস্থাপক হিসেবে আছেন সায়েম ও আলিসা ইসলাম। এ অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া পার্টনার ‘বাংলাদেশ প্রতিদিন’।
Leave a Reply