বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকাসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশে ক্রিকেট দল জিম্মি জাহাজে দস্যুরা খাবারে তৃপ্তি না পেয়ে দুম্বা নিয়ে আসতো: লক্ষ্মীপুরে ক্যাডেট আইয়ুব রায়পুর উপজেলা নির্বাচন প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাচনে সাফায়েত ভুইয়ার মতবিনিময়-মিছিল গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি বিএনপির আরও ৫ নেতাকে বহিষ্কার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ

শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ সমাপ্তির পথে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৮.৪৩ পিএম
  • ৫৬৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এখন চলছে শেষ মুহুর্তের অন্যান্য কাজ।
২০১৮ সালের ৮ মে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী এলাকায় শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা ব্যয়ে এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ করা হচ্ছে। নির্মাণ কাজের উদ্বোধনের পর গত ২ বছরে মূল অবকাঠামোসহ প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ এন্ড মোঃ আব্দুর রশিদ মিয়া (জেভি) ম্যানেজার বাবু ননী গোপাল জানিয়েছেন।
আজ (বুধবার) সরেজমিনে নির্মাণাধীন শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ঘুরে দেখাগেছে, সেখানে ইতিমধ্যে অবকাঠামো তৈরীর মূল কাজ সম্পন্ন করা হয়েছে। এখন চলছে ভেতরের অন্যান্য কাজ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরগুনার সহকারি প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন মুঠোফোনে জানান, ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা ব্যয়ে আমাদের তত্ত¡াবধানে আমতলীতে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
চাওড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা সিনিয়র সাংবাদিক খান মতিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটির কাজ শুরু হওয়ার পর থেকেই কলেজ সংলগ্ন ও উহার আশে-পাশের জমির মূল্য অনেকগুন বেড়ে গেছে। ওই এলাকায় এখন নতুন নতুন বাড়ি-ঘর দোকানপাট তৈরী হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ফরিদপুর থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইনটি নির্মাণাধীন শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে তৈরী করার প্লান রয়েছে। এ কারনে ওই এলাকাটি শহরের ন্যায় প্রাণচাঞ্চল্য পাবে। আশাকরছি আমতলীর রেল স্টেশনটিও ওই প্রতিষ্ঠানের কাছাকাছিই নির্মাণ করা হবে।
বরগুনা-১ (সদর- আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভূ মুঠোফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে সারাদেশের এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার পায়রা বন্দর, জাহাজভাঙ্গা শিল্প, ফরিদপুর থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন প্রভৃতি উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com