মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি : ৭ নভেম্বর এক সময়ে চট্টগ্রাম স্টেডিয়ামে মাঠ কাপাঁনো তারকা ফুটবলার ব্ল্যাক শফি (মোঃ শফিউল আলম) গত অক্টোবর মাসে ২য় সপ্তাহে পতেঙ্গাস্থ সাইলো গেইট এলাকায় পেশাগত কাজ শেষে বাড়ী ফিরার পথে দূর্ঘটনা মারাত্মক আহত হয়ে বর্তমানে খুবই মানবেতর জীবন-যাপন করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শফি প্রথম চমেক হাসপাতালে এবং পরে মাক্স হসপিটালে ডান পায়ে মারাত্মক আহত হয়ে চিকিৎসা নিয়ে দীর্ঘ দিন যাবত নিজবাড়ীতে অনেকটাই গৃহবন্ধি হয়ে দিন কাঠাচ্ছেন বলে তার ছোটবোন জানিয়েছেন। দঃহালিশহরের ঐতিহ্যবাহি সানফ্লাওয়ার ক্লাব থেকে খেলোয়াড়ী জীবন শুরু করে চট্টগ্রাম বিভাগের ইস্পাত একাদশ, শতদল ক্লাব,মোহামেডান স্পোটিং ব্লুজ এবং পরে প্রিমিয়ার ডিভিশনের নামী টিম সদরঘাটস্থ”চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে তারকা খ্যাতি অর্জন করে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের নামী টিম ইয়ংম্যান্স ক্লাব ফকিরাপুলের সিনিয়র স্টাইগার হিসেবে মোঃ শফিউল আলম(ব্ল্যাক শফি) নামের প্রতি সুবিচার করে চট্টগ্রামের সুনাম বজায় রেখেছেন(১৯৯৭-৯৮)সাল পর্যন্ত। মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ফুটবলার এবং ঢাকা ইয়ংম্যান্স ক্লাব ফকিরাপুলের সিনিয়র , চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সিনিয়র সদস্য শফি আজ সড়ক দূর্ঘটনায় ডান পায়ে মারাত্মক আহত । দঃহালিশহর-নারিকেল তলা, হক সাহেব রোডস্থ নিজ বাড়িতে থাকে দেখতে”নবগঠিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমী’র পরিচালক, কোচ,কর্মকর্তা ও সদস্যরা দ্বিতীয় দফায় তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় একাডেমীর পরিচালক মোঃ আব্দুল হালিম,সাবেক জাতীয় দলের ফুটবলার, একাডেমীর কোচ মোঃ তৌহিদুল ইসলাম সিদ্দিকী(তৌহিদ),ক্রীড়া সংগঠক ও একাডেমীর সদস্য মুঃবাবুল হোসেন বাবলা,সদস্য-দিদারুল ইসলাম টুলু,ফুটবলার মোঃ মামুন সহ পরিবারের নিকট সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা সাবেক এই কৃতী ফুটবলার শফি’র আরো উন্নত সুচিকিৎসার জন্য সর্বস্তরের ক্রীড়া প্রেমী, বৃত্তশালী এবং চট্টগ্রাম জেলার ক্লাব/সংস্থা/সংগঠনদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। ৭নভেম্বর শনিবার সন্ধ্যায় তাঁর বাড়ীতে”নবগঠিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমী”র সদস্যরা আহত সাবেক ফুটবলার শফি কে দেখতে যান। উল্লেখ্য যে,সাবেক ফুটবলার শফি গত অক্টোবর মাসে ২য় সপ্তাহে পতেঙ্গাস্থ সাইলো গেইট (খাল পাড়) এলাকার পেশাগত কাজ শেষে বাড়ী ফিরার পথে এই দূর্ঘটনা আহত হয়েছিলেন। তারঁ উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। যা বর্তমানে তিন কণ্যার জনক আহত সাবেক ফুটবলার শফির পক্ষে জোগাড় করা সম্ভবপর নহে বলে তার স্ত্রী সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
Leave a Reply