মোঃইমরান হোসাইন (বরগুনা) তালতলী প্রতিনিধিঃ বরগুনায় তালতলী ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোটের অভিযোগে ১ ইউপি সদস্যসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ ৪ জনকে আটক করে।
নির্বাচনী আচরণবিধি লংঘন করে পরিচয় গোপন রেখে পোলিং এজেন্ট হওয়ায় ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মাইনুদ্দিন এবং পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত হাবিবুর রহমানকে আটক করা হয়। এছাড়া জাল ভোট দেওয়ায় জাকির ও তানজিলা নামের আরো ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে কড়ইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতি ছাড়াই বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
Leave a Reply