মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :
দেশব্যাপি জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পাইনের অংশ হিসেবে০৪-১৭অক্টোবর পর্যন্ত ৬মাস থেকে১১মাস বয়সী(নীল ক্যাপসুল) এবং ১বছর থেকে ৫বছরের নিচে শিশুদের লাল রঙের ভিটামিন’এ’ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানোর মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন ৩৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের পক্ষে(প্রতিনিধি) , সমাজকর্মী মোঃ মিজানুর রহমান।
এসময় বন্দর ইপিআই জোনের জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী, প্রাচিকসের সহ-সম্পাদক ওএডিডিএসর উপদেষ্টা ডাঃ উদয়ন কান্তি মিত্র, স্থানীয় সামাজিক সংগঠক ওসাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, ইপিআই টেকনিশিয়ান মোঃ নাজিম উদ্দিন, টিকার সুপারভাইজার মোঃজাবেদ হোসেন, স্বেচ্ছাসেবী মোঃ রাসেল মাহমুদ সহ স্বাস্থ্য সহকারীগন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন।
বন্দরজোনের আওতায় ৬টি ওয়ার্ডে প্রায় ৬৫ হাজার শিশু কে লাল রঙের ভিটামিন,সাড়ে ৯হাজার শিশু কে নীল রঙের এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হতে পারে বলে জানিয়েছেন জোনালি মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী। তিনি আরো জানাই, এবার করোনাভাইরাস জনিত কারণে বন্দরজোনের সব কেন্দ্র গুলোতে টিকা খাওয়ানো হচ্ছে।
শুধুমাত্র নিয়মিত টিকা কেন্দ্র গুলোতে এবং বিশেষ কিছু স্থানে ভিটামিন এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এডিডিএস এনজিও সংস্থাঃ বন্দর ইপিআই জোনের আওতায় সিইপিজেডস্থ আলোরপথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি(এডিডিএস) ৪ অক্টোবর রোববার সকালে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পাইনের কেন্দ্র উদ্বোধন করেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবী হাজী মোঃ সাহাব উদ্দিন। তিনি একটি শিশু কে লাল রঙের ভিটামিন, এ’প্লাস ক্যাপসুল খাইয়ে কর্মসূচির সূচনা করেন।
এসময় সংস্থার উপদেষ্টা সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র,মহিলা সম্পাদিক মিসেস শাহিনুর খানম, ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক মুঃ বাবুল হোসেন বাবলা,যুগ্ন সম্পাদক মোঃ অসাদুল ইসলাম,ট্রেনার সদস্য কনা দাশ,স্বাস্থ্য সহকারী সুরমা বেগম, সংগঠক তাহমিনা ইসলাম, জাহিন পারভীন , কার্য্যকরী সদস্য নাহিদা আক্তার রিতু, ইসরাত জাহান উর্মি সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া ৩৯নং ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাব, মমতা, বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল এবং সন্ধ্যাকালীন মমতা সেন্টার ও এডিডিএস কেন্দ্র প্রতিদিন ১৭অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে ।
Leave a Reply