গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের শিবিরে, ৫দিন আগে অগ্নিকাণ্ডের পর, কর্তৃপক্ষ এদের অন্য শিবিরে সিরিয়া নিতে চাইলে,এরা বিক্ষোভ শুরু করেন। ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ব্যবহার করে।
বর্তমানে আনুমানিক ১১, ৫০০ শরণার্থী খোলা আকাশের নিচে বসবাস করছেন।
জাতিসংঘ শরণার্থী দপ্তর জানায়, শিশু, মহিলা, বয়োজ্যেষ্ঠ এবং প্রতিবন্দিসহ হাজারহাজার ঝুঁকিপূর্ণ শরণার্থীদের রাস্তায়, খেতে এবং সমুদ্র সৈকতে ঘুমোতে দেখা যায়।
UNHCR বা শরণার্থী দপ্তরের মুখপাত্রী, সাবিয়া মান্টো বলেছেন, তাঁর সংস্থা গ্রিক কর্তৃপক্ষের প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রাথীদের সহায়তা এবং রক্ষার আবেদন জানিয়েছে I তিনি বলেন করোনা সঙ্কটের কারণে, পরিস্থিতি এখন আরো ভয়াবহ, কারণ সংক্রমিতদের প্রয়োজন বিশেষ সেবা-যত্ন, বিচ্ছিন্ন থাকা এবং উপযুক্ত চিকিৎসা-সেবাI
Leave a Reply