মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তিতে বিক্ষোভের সম্ভাবনা

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৩.০৬ পিএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে

৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীর রাজ্যের পুনর্গঠনের পর বছর ঘুরে এল। গত বছর ৫ আগস্ট সরকার সংবিধানের ৩৭০ ধারা প্রত‌্যাহার করে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ খর্ব করে। ওইদিনই সংসদে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাস হয়। যাতে রাজ‌্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা ঘোষণা হয়। বর্তমানে সেই অনুযায়ী জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে। আগামীকাল ৫ ই আগস্ট বুধবার সেই ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি। আর ওইদিন উপত্যকাজুড়ে বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রশাসন সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট কিছু সংগঠন আগামীকাল বুধবার উপত্যকাজুড়ে বিক্ষোভের পরিকল্পনা করছে। কোনও কোনও জায়গায় হিংসাত্মক বিক্ষোভের পরিকল্পনাও করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এই পরিস্থিতিতে মানুষের জীবন এবং সরকারি সম্পত্তির ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেকারণেই আজ মঙ্গলবার থেকে শ্রীনগরজুড় দু’দিনের কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই বাড়তি নিষেধাজ্ঞা। গোটা শহর ছেয়ে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। শহরের প্রতিটি কোণে চালানো হচ্ছে চিরুনি তল্লাসি। সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা-চেকিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com