মুজিববর্ষে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের সময়েই এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। এছাড়া ৩ থেকে ৪ বছরের মধ্যে বিদ্যুতের সব লাইন ভূ-গর্ভস্থ করা হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন (ডিপিডিসি) কোম্পানী রাজধানীর ধানমন্ডিতে আগামী বছর শুরুতেই এই কাজ শুরু করবে। ঈদের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, দেশে এই প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমিন বাজারে ৩৬ মেগাওয়াটের বর্জ্য বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে। ঐ প্ল্যান্ট থেকে ২ বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। নারায়গঞ্জের মেয়রের সহযোগিতায় একই ধরনের ৬ মেগাওয়াট প্ল্যান্ট বসবে।
প্রতিমন্ত্রী বলেন, বাসা-বাড়ীতে আর গ্যাস সংযোগ দেয়া হবেনা। এলপিজির দামও নির্ধারণ করে দিবে এনার্জি রেগুলেটরী কমিটি। আর গ্যাসেও বসছে প্রি-পেইড মিটার।
তিনি আরও বলেন, বন্যায় বেশকিছু এলাকায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি নামতে দেরি হওয়ায় এক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে যেখানে সংযোগ ঠিক করার মতো অবস্থা আছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। পানি নামলেই ক্ষতিগ্রস্থ বিতরণ লাইনগুলো দ্রুত সংস্কার করা হবে।
বন্যার এই সংকটেও বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হবে না। ডিসেম্বরের মধ্যে গ্রিড এলাকাগুলোতে শতভাগ বিদুৎ নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এসময় গ্রাহকের ভূতড়ে বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্নের জবাবে বিদ্যুৎ ড. সুলতান আহমেদ বলেন, আমাদের দুটি কোম্পানীর বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ ছিল। ইতিমধ্যে গ্রাহকের অভিযোগের শতভাগ নিষ্পত্তি করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। এরপরও কারও সমস্যা থাকলে তা সমাধান করে দেয়া হবে বলে তিনি জানান।
অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সচিব বলেন,গ্রাহকের বিল নিয়ে ডিপিডিসি’র আইসিটি’র শীর্ষ কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্রেরিত যে ই-মেইল এর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিমন্ত্রী মহাদয়ের পরামর্শক্রমে আমরা পাওয়ার সেলের ডিজি কে আহ্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি’র প্রতিবেদন হাতে পেলে যদি কেউ দায়ী থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বলেন, বাসা বাড়িতে গ্যাস লাইন দেয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই সরকারের। এখন এলপিজির দামও নির্ধারণ করে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হুসাইনসহ উদ্ধর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফোকাস বাংলা
Leave a Reply