সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিশুক ড্রাইভার নিহত গৌরীপুরে একুশে পদকপ্রাপ্ত মরহুম হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা হিসেবে পদায়িত হলেন মুক্তিযোদ্ধার সন্তান ইসরাত আহমেদ (পাপেল) রাজধানীতে রাত ১১টার পর চায়ের দোকান বন্ধ রাখতে নির্দেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ গরমে অসুস্থ হয়ে ঢাকাসহ ৬ জেলায় ৮ জনের মৃত্যু  দেশের বাজার স্বর্ণের দাম আরও কমলো চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

“চিত্রশিল্পী পপি টিকলির স্বপ্ন” সাত রংঙ্গের ভালোবাসা

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১২.০৮ এএম
  • ৮০২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক , আল সামাদ রুবেল: আমি পপি টিকলি, একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার চিত্রশিল্পী। মাত্র তিনবছর বয়সে পেন্সিল ধরার আগেই রং তুলি দিয়ে আঁকিবুঁকি করতে শুরু করি। : মাই টিভিতে বসন্ত বরন অনুষ্ঠানে ছবি আঁকার অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও স্কুল জীবনে এনটিভির টিফিনের ফাঁকে অনুষ্ঠানে ছবি এঁকে প্রথম স্থান অর্জন করেছি। : এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে ছবি এঁকেছি ছোটবেলায় : ছোটবেলায় ছবি আঁকা শেখা হয়নি কখনো, বড় ভাই এবং বোনদের দেখতাম আঁকতে। পুরো বিষয়টা আসলে এমনিতেই হয়ে গেছে। : জলেরধারা ওয়াটার কালার ওয়ার্কশপ, চাইনিজ ইংক ওয়ার্কশপ, আর্ট মেডিয়েটর ওয়ার্কশপ, বেঙ্গল ফাউন্ডেশনের উডকাঠ ওয়ার্কশপ, শিল্পী কামাল উদ্দিনের ফিগার ড্রয়িং ওয়ার্কশপসহ আরো অসংখ্য কর্মশালায় অংশ গ্রহন করেছি। : দেশের বাইরে এখনও কোন এক্সিবিশনে যাওয়া হয়নি, তবে আমার অনেক কাজ দেশের বাইরে বিক্রি হয়েছে। যেমন আমেরিকা, চায়না, ইন্ডিয়া, কম্বোডিয়া। : বর্তমানে শিল্পকর্ম নিয়ে আমার পরিকল্পনা হলো ছবির মাধ্যমে মানুষকে আলোকিত করা, ইতিবাচক কাজে উৎসাহিত করা এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। : স্যার এস. এম. সুলতানের কাজ অনুপ্রাণিত করে সবসময়। : এবছর ঢাকা আর্ট সামিট, ২০২০-এ বিভিন্ন আন্তর্জাতিক চিত্রশিল্পীর সাথে কাজ করার সুযোগ হয়েছে। : আমার বাসার প্রত্যেক সদস্য ছবি আঁকার ব্যাপারে সবসময় ভীষণ উৎসাহ যুগিয়েছে, যার ফলে দিনরাত কাজ করতে পারছি। : ছবি আঁকার পাশাপাশি বিভিন্নসময় মিউজিক ভিডিও ডিরেকশন দেই, ভিডিও এডিট করি, নাচের প্রোগ্রাম করি, টুকটাক গানও করি এবং মাঝেমধ্যে অভিনয় এবং মডেলিংও করা হয়। এছাড়াও ক্যারাটে চর্চা করি এবং অবসরে কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। : আমার স্বপ্ন আমার দেশের জন্য কিছু করা যেন দ্বারা সমাজের কিছু মানুষ উপকৃত হয়। রাস্তাঘাটে কোন কুকুর বিড়াল যেন কখনও না খেয়ে থাকে এবং এই সমাজের হিজড়ারা যেন সম্মানের সঙ্গে বেঁচে থাকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com