সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

মৌলিক গান নিয়েই ভাবছেন নওরীনের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৮.৩৭ পিএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল : ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র শীর্ষ দশে ছিলেন নওরীন। তাপর গেয়েছেন সিনেমাতে গান। প্রকাশ করেছেন দুটি একক অ্যালবাম। তবে এ সময়ে এসে নওরীন আরও মনোযোগী হয়ে উঠেছেন নিজের মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে। নওরীন বলেন, ‘নিজের মৌলিক গানের কোন বিকল্প নাই। তাই শিল্পী হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে যে গানের কোন বিকল্প নেই সেই গান নিয়েই আমার ভাবনা বেশি। করোনা’র কারণে অনেক পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছে আমাদের সবাইকে। করোনার ভয়াবহতার মধ্যেও অনেকেই কাজ করছেন। কিন্তু আমাকে ঘরেই নিরাপদে সময় পার করতে হচ্ছে। কিন্তু তারপরও নিজের মৌলিক গান নিয়ে ভাবছি আমি। বেশকিছু মৌলিক গানের পরিকল্পনা আছে। সময় হলেই তা সবাইকে জানান দিয়ে শ্রোতা দর্শকের সামনে গানগুলো তুলে ধরব।’ নওরীনের প্রথম একক অ্যালবাম ছিল ‘কৃষ্ণচূড়া’। এটি গানচির থেকে প্রকাশিত হয় ২০০৫ সালে। পরবর্তীতে দশ বছর বিরতির পর তার দ্বিতীয় একক অ্যালবাম ‘চুপিসারে’ প্রকাশিত হয়। অ্যালবামের প্রতিটি গানের সুর করেছিলেন লুৎফর হাসান এবং সঙ্গীতায়োজন করেছিলেন রানা আকন্দ। অ্যালবামটিতে গান লিখেছিলেন রাহুল, ইশতিয়াক, অলি’সহ আরও বেশ ক’জন গীতিকার। নওরীন প্রথম সিনেমাতে গান করেন ‘সাম্পানওয়ালা’ সিনেমাতে। এই সিনেমাতে সত্য সাহার সুরে ইমন সাহার নতুন সঙ্গীতায়োজনে ‘যদি সুন্দর এক খান মুখ পাইতাম’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। সদ্য প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে ‘গরিবের মন অনেক বড়’ সিনেমাতেও আলম সাহার সুর সঙ্গীতে প্লে-ব্যাক করার সুযোগ পেয়েছিলেন নওরীন। পাবনার মেয়ের নওরীন সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানও ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। গেলো নারী দিবসে অধরা জাহানের কথা’য় একটি বিশেষ গানে কণ্ঠ দেন নওরীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com