আজ শুক্রবার দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সঙ্গে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ২০০৩ সাল। ঢাকায় তখন দু’টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও চ্যানেল আই সম্প্রচারিত হচ্ছে।
আর উচ্চ আদালতের নির্দেশে একুশে টেলিভিশনের সম্প্রচার তখন বন্ধ ছিল। বাংলাদেশ টেলিভিশনের বাইরে বেসরকারিভাবে এই হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সে সময়কার অবস্থা। এরপর বাংলাদেশের ভাষা, শিল্প-সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে আরও বিকশিত করার লক্ষ্যে বনানীস্থ ইকবাল সেন্টারে শুরু হয় আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্বপ্নযাত্রার অস্থায়ী কার্যক্রম।
কিছুদিনের মধ্যেই ইকবাল সেন্টারে অস্থায়ী কার্যক্রম শেষ করে কারওয়ান বাজার বিএসইসি ভবনে এর পূর্ণাঙ্গ অফিস চালু করা হয়। স্বপ্ন ক্রমশ বাস্তব হতে শুরু করে এবং এর পরিণতি লাভ করে ২০০৩ সালের ৩ জুলাই সফল সম্প্রচারের মধ্য দিয়ে। ঐদিন সন্ধ্যায় সময়ের সঙ্গে আগামীর পথে এই মূলমন্ত্র ধারণ করে সগৌরবে সম্প্রচার শুরু করে আজকের দর্শক নন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি।
বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আলহাজ্জ মোহাম্মদ মোসাদ্দেক আলী এনটিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
Leave a Reply