সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

তমালিকা কর্মকার আজ শুভ জন্মদিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬.৪৭ পিএম
  • ৭১৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেলঃ বাংলাদেশী অভিনেত্রী তমালিকা কর্মকার একজন বাংলাদেশী মডেল এবং নাট্য অভিনেত্রী।রাঢ়াঙ নাটকের শ্যামলী, ময়ূর সিংহাসন-এর কৃষ্ণা এবং বিদ্যাসাগর-এর রাধা চরিত্রগুলোর জন্য তিনি বিশেষ ভাবে পরিচিত। তিনি একই সাথে কোরিওগ্রাফার এবং প্রশিক্ষক। তিনি রাঢ়াঙ এর ১৭৫ টি মঞ্চাভিনয় করেছেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে সমানভাবে পদচারণা রয়েছে তার।[৩] তার চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় অন্য জীবন এর মাধ্যমে। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল এই ঘর এই সংসার (১৯৯৬), কিত্তনখোলা (২০০০), ও ঘেটুপুত্র কমলা (২০১২)। কিত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য তমালিকা ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা
১৯৯৫ অন্য জীবন শেখ নিয়ামত আলী
১৯৯৬ এই ঘর এই সংসার সাইকা মালেক আফসারী
২০০০ কিত্তনখোলা ডালিমন আবু সাইয়ীদ বিজয়ী বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
২০০১ চতুর্থ মাত্রা নুরুল আলম আতিক
২০১২ ঘেটুপুত্র কমলা কমলার মা হুমায়ূন আহমেদ
ফ্রম বাংলাদেশ শাহনেওয়াজ কাকলী নির্মাণাধীন
টেলিভিশন নাটক সম্পাদনা
মঞ্চাভিনয় সম্পাদনা
সাল নাটকের নাম টীকা
১৯৯২ পাথর ৫৫ টি মঞ্চ, নাট্যকার মামুনুর রশীদ, পরিচালক আজিজুল হাকিম
১৯৯৭ জয় জয়ন্তী ১০৩ টি মঞ্চ
ময়ূর সিংহাসন ১১৫ টি মঞ্চ
১৯৯৮ প্রাকৃতজন কথা ২০ টি মঞ্চ
২০০৪ রাঢ়াঙ [৮] ১৭৪ টি মঞ্চ
২০১০ শত্রুগণ ১২ টি মঞ্চ
২০১০ উপরওয়ালা ১ টি মঞ্চ
২০১০ স্বপ্নযাত্রিক ১ টি মঞ্চ, রানা প্লাজা ধ্বস অবলম্বনে
২০১০ খেলা খেলা ২ টি মঞ্চ
২০১৬ ভংগবঙগ ২৪ টি মঞ্চ
২০১৭ জুবলি হোটেলে ১৮ টি মঞ্চ
২০১৭ আদম পরিচালনায় মামুনুর রশীদ
২০১৭ মানুষ অস্ট্রেলিয়ার মেলবোর্ন/সিডনীতে প্রদর্শিত, পরিচালনায় মামুনুর রশীদ
২০১৭ ইবলিশ লন্ডনে প্রদর্শিত, পরিচালনায় মামুনুর রশীদ
মায়ের মুখ ১০ টি মঞ্চ, প্রাচ্য নাট্যদল
সায়লক ২ টি মঞ্চ, প্রাচ্য নাট্যদল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com