বিনোদন প্রতিবেদক আল সামাদ রুবেল : বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কিছুদিন আগে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি তার গ্রামের বাড়ি রাজশাহী চলে গেছেন। সেখানেই তিনি নীরবে একান্তে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। এন্ড্রু কিশোর’ গুরুতর অসুস্থ। তার ফেরার প্রত্যাশা নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন প্রতিনিয়ত গুরু আলম খান। আলম খান বলেন, ‘এন্ড্রু কিশোরের গান ছাড়া বাংলাদেশের সিনেমার গানের কথা কল্পনাই করা যায় না। চার দশক ধরে সিনেমার গানে এন্ড্রুর অবদান তাকে প্লে-ব্যাক সম্রাট হিসেবে আখ্যায়িত করেছে, এটা অনেক বড় প্রাপ্তি। এন্ড্রু কিশোরের কণ্ঠটি কাওয়ালি, গজল, ফোক, আধুনিক অর্থাৎ যে কোন ধরনের গানের জন্য মানানসই। এমন কন্ঠই যথার্থ সিনেমার গানের জন্য। প্লে-ব্যাক সম্রাট হিসেবে তার জীবন সার্থক। কারণ দেশের আপামর জনসাধারণ তার গানে মুগ্ধ হয়েছেন, এখনো হচ্ছেন। একজন এন্ড্রু কিশোর খুব ভদ্র, ন¤্র, অনেক বেশি নীতিবানম জীবনে কোনদিন তাকে আমি রাগ করতে দেখিনি। মূলকথা আমাকে কোনদিন রাগ করার সুযোগই দেয়নি। তার গাওয়া সিনেমার গানের মতো করেই বলতে হয়, একজন এন্ড্রু কিশোর বড় ভালো লোক। তাকে নিয়ে আমি গর্বিত, তাকে নিয়ে বাংলাদেশ গর্বিত। জীবনে আর একটিবার তার সঙ্গে গল্পে আড্ডায় মেতে উঠতে চাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।’ আলম খান জানান এন্ড্রু কিশোরকে তিনি প্রথম পারিশ্রমিক দিয়েছিলেন পাঁচশত টাকা। রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এন্ড্রু কিশোরের জন্ম রাজশাহী শহরের মিশন হাসপাতালে। ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে শিখেন সংগীতের নানান দিক।’ ১৯৭৭’-এর দিকে রেডিওতে ট্রান্সমিশন সার্ভিসে খুব গুরুত্বপূর্ণ একটা পদে চাকরি করতেন এ এইচ এম রফিক। তিনি একদিন এন্ড্রু’কে ঢাকায় আসার কথা বললেন। ঠিক সে সময় শিল্পকলায় কর্মরত মোহাম্মদ শহীদুল ইসলাম একটা প্ল্যান করলেন। প্ল¬্যানটা ছিল মফস্বলে যারা প্রমিজিং মডার্ন সিঙ্গার তাদের স্টার মিউজিক ডিরেক্টর দিয়ে যদি গান করানো যায়, তাহলে হয়তো ভালো কিছু গানের জন্ম হতে পারে। ভালো কিছু শিল্পীরও জন্ম হতে পারে। এই প্ল্যান অনুযায়ী সংস্কৃতি অঙ্গনে জন্ম নিলেন সুবীর নন্দী, ফরিদা পারভীন, নারগিস পারভীন, প্রবাল চৌধুরী, এন্ড্রু কিশোরও। আলম খানের সুরে এন্ড্রু কিশোর সর্বশেষ সৈয়দ শামসুল হকের লেখা ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।
Leave a Reply