বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুখের টানে শাকিব খানে তৃতীয় বিয়ে এসো গৌরীপুর গড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বামী-কর্তৃক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্ত্রীর মামলা আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক বিএনপির ভেতরে ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী :ওবায়দুল কাদের তীব্র গরমে হার্ট ভালো রাখবেন কীভাবে সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজতে আত্মহত্যা কলকাতায় বাবার হাতে খুন হলো ছেলে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা বয়কটের মুখে মালয়েশিয়ায় কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত ৫০ শরণার্থীর মৃত্যু

নওগাঁ ৬ আসনে উপ-নির্বাচন দায়িত্ব অবহেলার অভিযোগ উঠলে ছাড় দেয়া হবে না-পুলিশ সুপার নওগাঁ

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৬.২৬ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁর রাণীনগর থানা চত্বরে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) এই ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই আসনে অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন বিশৃংখলা দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নিবে নিরাপত্তায় নিয়োজিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এই দায়িত্ব পালন করতে গিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এই আসনে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, প্রতিটি সদস্যের শিষ্টাচার, ভদ্রতামূলক আচরণ বজায় রেখে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নির্দেশে দায়িত্ব পালন করতে হবে। সে ক্ষেত্রে তিনি ভোটার, রাজনৈতিক নের্তৃবৃন্দ, প্রার্থী, সমর্থক এবং মিডিয়া কর্মীদের এই উপ-নির্বাচন সম্পন্ন করতে আন্তরিক ভাবে সহযোগীতার আহবান জানান। এই নির্বাচনে চার স্তরে নিরাপত্তা বলয় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১হাজারের মতো পুলিশ সদস্যর পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শুন্য ঘোষনা করে শনিবার (১৭ অক্টোবর) উপ-নির্বাচনের দিন ধার্য করে তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল,নৌকা প্রতিক,বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতিক এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল প্রতিদ্বিন্তিতা করছেন।
রাণীনগর থানা চত্বরে অফিসার ইনচার্জ জহুরুল হকের সভাপতিত্বে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম) কেএমএ মামুন খান চিশস্তি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার প্রমূখ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com