সোমবার সকালে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গাায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ । ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
কিন্তু পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে সেটি আসতে পারেনি। বরং জাহাজের ধাক্কায় সেতুর মাঝামাঝি জায়গায় গার্ডারের অংশে ফাটল দেখা দেয়। এ অবস্থায় সোমবার রাত ৮টার পর সেতুর ওপর দিয়ে সবধরণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু ব্যবস্থাপনা উইং) শিশির কান্তি জানান, তাদের একটি দল মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেতুর অবস্থা পর্যবেক্ষণ করেন।
একই বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, তারা এখন বৈঠক করে বিষয়গুলো পর্যালোচনা করছেন। বৈঠকের সিদ্ধান্ত পরে জানানো হবে।
তিনি বলেন, “সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ কর্মকর্তারা সেতু ঘুরে দেখে আমাদের বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কখন সেতু চালু হবে।
Leave a Reply