জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার করার সুযোগ আরেক দফা বাড়িয়েছে সরকার।
প্রজ্ঞাপনের বলা হয়, ‘গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা আগের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
করোনাভাইরাস মহামারীকালে এই সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এই সময়ের পর জরিমানা ছাড়া আর সুযোগ দেওয়া হবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ২০ জানুয়ারি এ প্রজ্ঞাপনে নতুন সড়ক আইন কার্যকর হওয়ায় জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ ৩০ জুন পর্যন্ত দিয়েছিল সরকার।
Leave a Reply