রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীরা তদারকি করবেন বাংলাদেশে ক্লিন এয়ার প্রজেক্টে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক ইলেক্ট্রোলাইট ড্রিংকসসহ ১৬ পণ্যে বিএসটিআই অনুমোদন লাগবে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ধানমন্ডির ৪ নাম্বার রোডে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৩৫ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুরে ইউপি সদস্যের কার্যালয়ে যৌথবাহিনীর অভিযান, মাদক ও যৌন সামগ্রী উদ্ধার

স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করেই ঠাকুরগাঁওয়ে গবাদি পশুর হাট

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০, ৯.৫৫ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করেই ঠাকুরগাঁওয়ে গবাদি পশুর হাট আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও থেকেঃ- ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে গবাদি পশুর হাট। শনিবার (৩০ মে) দুপুর ১২টায় সদর উপজেলার জগন্নাথপুরের খোঁচাবাড়ি হাটে গেলে এমনি চিত্রটি চোখে পড়ে। সপ্তাহে দুই দিন বসে এই হাটটি। সারেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশের জগন্নাথপুর খোঁচাবড়ি হাটে সকাল থেকে কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই শতাধিক লোক নিয়ে গাদাগাদি চলছে গবাদি পশুর হাট। সেই সাথে বেশির ভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক। সীমিত পরিসরে ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা থাকলেও কিছু মানা হচ্ছেনা সেখানে। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। হাটে ছাগল কিনতে আসা শাকিল আহমেদ নামের এক ক্রেতা বলেন, ‘এসেছি বাসার জন্য ছাগল কিনবো বলে। কিন্তু এখানে এসে দেখি অনেক লোকের সমাগম। সেই সাথে এখানে নেই কোন সামাজিক দূরত্ব, একদম গাদাগাদি করেই পশুর হাটটি চলছে। তাই ছাগল না কিনেই চলে যেতে হচ্ছে। যদি এভাবেই চলে তাহলে আমাদের জেলার জন্য এটি ক্ষতিকর ‘ আব্দুল আজিজ নামের আরেক ক্রেতা বলেন, ‘হাটের অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের জেলায় করোনা বলতে কিছু নেই। আমি মাস্ক পড়ে থাকলেও হাটের বেশির ভাগ মানুষ মাস্ক তো দূরের কথা কোন প্রকার স্বাস্থ্যবিধি মানছেনা। আমার মতে এভাবে যদি এই হাট চলে তাহলে আর বেশি দিন নেই আমাদের জেলায়ও প্রচুর হারে বেড়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যা।’ হাটে গরু বিক্রি করতে আসা বিক্রেতা জয়নাল মিয়া বলেন, ‘বেশ কিছু দিন ধরেই করোনার কারণে কোন আয়-রোজগার নেই। আজ হাট খুলেছে তাই একটি গরু বিক্রি করতে আসেছি।’ মুখে মাস্ক কেন পরেননি এমন এক প্রশ্নের জবাবে বলেন, ‘অনেকেই তো পড়েনি তাই আমিও পড়ি নাই। তবে পকেটে রয়েছে মাস্ক।’ আব্দুল বাশার নামের আরেক বিক্রেতা বলেন, ‘আমরা দূরত্ব মেনেই আছি তবে ক্রেতারা যদি না বুঝে আমরা কি করবো। আমরা চেষ্টা করি যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়।’ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘পশুর হাটে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কারণ এটা আমাদের নিজেদের জন্য ভালো। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বেশি জনসমাগম মানেই করোনার সংক্রামণের ঝুঁকি। আমরা ইতিমধ্যে হাটের ইজারাদরদের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে। তারা এর পর থেকে সকল স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাট চালাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com