নজরুল ইসলাম নঈম : ১২ জুলাই ২০২৪ শুক্রবার বিকাল ৪টায় আনন ফাউন্ডেশনের
যুগপূর্তি উৎসবের আয়োজন হিসাবে আনন শিশুসাহিত্য আসরের ৩৪তম সভা এবং
প্রখ্যাত শিশুসাহিত্যিক, সাংবাদিক ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক
রোকনুজ্জামান খান দাদাভাই-এর ১০০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলির অংশ হিসাবে অন্তরে
দাদাভাই- গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান আনন ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা সভাপতি ও শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি
পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান কবি নাসির আহমেদ। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, রহীম শাহ ও ফারুক হোসেন।
অতিথিদেরকে ফুল দিয়ে ও ব্যাজ পরিয়ে বরণ করে নেয় আনন ফাউন্ডেশনের শিশুরা।
রোকনুজ্জামান খান দাদাভাই-এর শততম জন্মদিন উপলক্ষে আনন ফাউন্ডেশনের
আবৃত্তি শাখার প্রশিক্ষণার্থী শিশুরা দাদাভাই-এর ছড়া আবৃত্তি করে ও একক ছড়া
আবৃত্তি করে ছোট্ট বন্ধু তাসনীম হোসাইন যারিন। দাদাভাই-এর লেখা ছড়া থেকে ছড়া
গান পরিবেশন করে সংগীত বিভাগের প্রশিক্ষণার্থী শিশুরা।
সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠে অংশ নেন রমলা সাহা, রহীম শাহ, ফারুক হোসেন,
সরকার হুমায়ুন, গোলাম নবী পান্না, মনিরুজ্জামান পলাশ, হোসাইন মুহ. দেলোয়ার,
রানা হামিদ, আমিনুল ইসলাম মামুন, নেয়ামুল হক, মাহমুদ বিক্রম, রমজান, আতিক
রহমান, কামাল হোসাইন, শাহজাহান মোহাম্মদ, শাকিব হুসাইন, সজীব মিয়া এবং
শিশুদের মধ্য থেকে অংশ নেয় সামিয়া আক্তার, মো. আমীর হামজা ও মূসা ইব্রাহীম
আদি।
স.ম. শামসুল আলম রচিত ‘অন্তরে দাদাভাই-গ্রন্থের পাঠ উন্মোচন করেন প্রধান
অতিথি কবি নাসির আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ। শিশুসাহিত্য আসরে পঠিত লেখা
নিয়ে আলোচনায় অংশ নিয়ে শিশুসাহিত্যিক ফারুক হোসেন বলেন, বিভিন্ন সময়
বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে আমার যাওয়া হয় তবে আজকের অনুষ্ঠানটি আমার কাছে
পরিপূর্ণ মনে হয়েছে, কারণ এই অনুষ্ঠানে শিশুদের বিপুল সমাগম হয়েছে, একই রকম
পোষাক পরেছে, সত্যিই আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। শিশুসাহিত্যিক
স.ম. শামসুল আলম রচিত অন্তরে দাদাভাই-গ্রš’টি পড়ে আমার মনে হয়েছে
দাদাভাইকে নিয়ে এইগ্রন্থ’টি আমার অনেক অজানাকে জানতে সহায়ক হয়েছে। আমি
অকপটে স্বীকার করতে চাই যে, দাদাভাইয়ের বাড়ি আর আলমের বাড়ি যে রাজবাড়ী
এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কচি-কাঁচার মেলার সদস্য ছিলেন, অন্তরে
দাদাভাই না পড়লে বিষয়টি আমার কাছে অজানাই থেকে যেত। সুখপাঠ্য এই বইটির
প্র”ছদপট দেখে মনে হয় দাদাভাই আমাদের মধ্যে আছেন এবং চিরকাল জাগরূক
থাকবেন। পঠিত লেখা বিষয়ে বলেন, আজকের আসরে পঠিত লেখাগুলো খুবই ভালো
লেগেছে। তবে লেখা বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে।
অন্তরে দাদাভাই-গ্রš’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া বলেন,
আমরা যারা রোকনুজ্জামান খান দাদাভাইয়ের সান্নিধ্য পেয়েছি তারা খুবই ভাগ্যবান।
দাদাভাই শুধু একজন সম্পাদকই নন তিনি একটি প্রতিষ্ঠান, তিনি শুদ্ধতার প্রতীক,
মানবতার প্রতীক, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ার মহান কারিগর। আমি অন্তরে
দাদাভাই গ্রন্থ পাঠ করে দাদাভাই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। পরিশেষে বলব
অন্তরে দাদাভাই গ্রন্থটি আরো তথ্যনির্ভর ও পরিমার্জিত হতে পারতো। আমি আশা করি
গ্রন্থের লেখক স.ম. শামসুল আলম বিষয়টি নিয়ে ভাববেন এবং দাদাভাই-এর একটি
জীবনীগ্রন্থ উপহার দিবেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি নাসির আহমেদ বলেন, অন্তরে দাদাভাই একটি
সময়োপযোগী গ্রন্থ বলে আমার মনে হয়েছে। কারণ এখন আমরা দাদাভাইয়ের
জন্মশতবর্ষে আছি। দাদাভাই আমাদের আলোকিত মানুষ গড়ার বাতিঘর।
দাদাভাইয়ের মতো এমন আরো আলোকিত মানুষদের জীবনীগ্রন্থে’ লেখা এবং পাঠের
প্রয়োজনীয়তা আছে। আমি অন্তরে দাদাভাই-গ্রন্থের লেখক স.ম. শামসুল আলমকে
ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে, স.ম.ও দাদাভাইয়ের আদর্শকে সামনে রেখে শত
শত শিশুকে সঠিক ও সুন্দর পথে পরিচালনা করার জন্য আনন ফাউন্ডেশন গড়ে
তুলেছেন। এখানে শিশুদের জন্য একটি সুন্দর সংস্কৃতি-বলয় তৈরি করেছেন। এজন্য
আমরা তাকে সাধুবাদ জানাই।
সভাপতির বক্তব্যে আনন ফাউন্ডেশনের সভাপতি বলেন, আজকে এই অনুষ্ঠানে যারা
মঞ্চে বসে আছেন তারা সবাই আলোকিত মানুষ এবং প্রত্যেকেই দাদাভাইয়ের সান্নিধ্য
পেয়েছেন।
তিনি অন্তরে দাদাভাই-গ্রন্থটি প্রসঙ্গে বলেন, অবশ্যই বইটি আরো তথ্যবহুল ও
পরিমার্জিত হতে পারতো, আরো অনেক বিষয় সংযোজন করা যেত। কিš‘ সেই
বিষয়গুলো বই প্রকাশের পর মনে হয়েছে। পরবর্তী সংস্করণে সংযোজন করা হবে বলে
আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে সবাইকে তিনি শুভে”ছা ও ধন্যবাদ জানিয়ে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করে আনন ফাউন্ডেশনের প্রাক্তন শিশুসদস্য পূজা
সরকার।
Leave a Reply