মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

মেক্সিকোর নির্বাচনে প্রচার চলাকালীন দুর্ঘটনা মঞ্চ ভেঙে ৯ জনেরমৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১.৫১ পিএম
  • ৫১ বার পড়া হয়েছে

মেক্সিকোর নির্বাচনে প্রচার চলাকালীন দুর্ঘটনামঞ্চ ভেঙে ৯ জনের মৃত্যু ,মৃতদের মধ্যে এক জন শিশু ও রয়েছে। আহত অন্তত ৫০ জন।

প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা ছিল বুধবার। উত্তর মেক্সিকোর নুয়েভো লিয়নের সান পেদ্রো গার্জা গার্সিয়া নামক শহরে এই প্রচার করছিলেন মেনেজ। সিটিজেন্স মুভমেন্ট পার্টির এই প্রার্থী যখন প্রচার করছিলেন, তখন আচমকাই দমকা হাওয়া শুরু হয়। তাতেই মঞ্চ ভেঙে পড়ে। এই ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একেবারে দর্শকদের দিকে মঞ্চ ভেঙে পড়ে। পার্টির কর্মী এবং দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

মেনেজও আহত হয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে তিনি দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন মেনেজ। তিনি বলেন, ‘‘আশা করব কর্তৃপক্ষ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবেন। হঠাৎ কী করে দমকা হাওয়া দিতে শুরু করল জানি না। এরকম অভিজ্ঞতা কখনও হয়নি।’’ তিনি আপাতত প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

নুয়েভো লিয়নের গভর্নর স্যামুয়েল গার্সিয়া এক্সে (আগের টুইটার) লেখেন, ‘‘হাসপাতাল থেকে বেরোলাম। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আট জন মারা গিয়েছেন। এক জন শিশুও মারা গিয়েছে। আহতরা এখন স্থিতিশীল রয়েছেন।  আগামী ২ জুন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন। একই সঙ্গে স্টেট এবং মিউনিসিপ্যাল নির্বাচনও হবে।

২০১৩ সালে পাকিস্তানের লাহোরে নির্বাচনী সভায় চোট পেয়েছিলেন ইমরান খান। প্রচারের সময় ইমরান যখন মঞ্চে উঠতে যান, তখন সিঁড়ি ভেঙে গিয়েছিল। মাথায় এবং পিঠে চোট পেয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com