মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ এবং ৪,০৭৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২ হাজার ১৪১ জন ছাত্র এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১ হাজার ৯৩৭ জন।
পাসের হারের দিক থেকে যশোর শিক্ষা বোর্ড ৯২ দশমিক ৩৩ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে এবং সিলেট বোর্ডে পাসের হার সর্বনি¤œ ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
অন্যান্য বোর্ডে পাসের হার হলো- রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ শতাংশ, ঢাকা বোর্ডে ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী পাস করেছে।
Leave a Reply