এইচ আর হিরু গাইবান্ধাঃ
বিশ^জুড়ে করোনা’র নীরব হানায় লক্ষ-লক্ষ মানুষ আক্রান্ত হওয়ায় পাশাপাশি দিশেহারা
বাংলাদেশের সচেতন মহল। এই দুর্যোগময় সময়ে সরকার সাধারণ নাগরিকদের সুবিধার্থে
নানাবিধ প্রণোদনা ঘোষণা করে সংকট কাটানোর চেষ্টা করছে। বিদ্যুৎ-গ্যাস বিলসহ
এনজিও ও বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানের প্রদেয় ঋণের কিস্তি সংকটময় মুহূর্তে না নেওয়ার
ঘোষণা দিয়েছে। ঠিক সেই সময়েও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কর্মকর্তা ও
কর্মচারীদের ব্যাংক একাউন্টের বিপরীতে প্রদেয় পি.এলÑডি.এল ঋণের কিস্তি কর্তনে ছাড় দিচ্ছে না গাইবান্ধাসহ দেশজুড়ে অবস্থিত সোনালী ব্যাংক লি.।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধার সকল উপজেলারসোনালী ব্যাংকের শাখায় স্কুল-
কলেজ-মাদ্রাসা’র শিক্ষক-কর্মচারীর পি.এল-ডি.এল ঋণ গ্রহীতা রয়েছে। মার্চ মাসের বেতন গত ৯ এপ্রিল উত্তোলনের তারিখ থাকায় সবাইর ধারনা এবার শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবের বিপরীতে গৃহীত ঋণের কিস্তি কর্তন হবে না। গত ১৩ এপ্রিল শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব-স্ব হিসাবের বিপরীতে পূর্ণ বেতনের মোবাইলে ম্যাসেজ পায়। সেই অনুযায়ী কিছু শিক্ষক-কর্মচারী এক বুক আশা নিয়ে পুরো বেতন উত্তোলনের জন্য সোনালী ব্যাংকের শাখায় টাকা উঠাতে গেলে বিড়ম্বনায় পড়ে। প্রতিটি চেকই ফিগার কেটে নতুন করে ফিগার লেখে হতাশা নিয়ে টাকা উঠাতে হয়েছে। অনেককেই ম্যানেজারসহ ক্যাশিয়ারদের নিকট মৌখিকভাবে কথা বললেও কোন কাজ হয়নি বলে জানান।
অনুসন্ধানে জানা গেছে, বিগত সময়ে ঋণ গ্রহীতার হিসাব নম্বরে বেতন-ভাতা ঢুকলেই
যেমন মোবাইলে ম্যাসেজ আসত ঠিক পি.এল-ডি.এলসহ সব ঋণের কিস্তি কর্তনের
ম্যাসেজও আসত। কিন্তু এ মাসে সবারই শুধু বেতন-ভাতা জমার মোবাইল ম্যাসেজ আসলেও ঋণের কিস্তি কর্তনের কোন ম্যাসেজ দেয় নাই। অনেকটা করোনা’র ন্যায় নীরবেই কর্তন করছে ঋণের কিস্তি। এ ব্যাপারে একাধিক ব্যাংক কর্মকর্তার সাথে কথা বললে তারা জানান, পি.এল-ডি.এল ঋণের কোন কর্তন স্থগিত করা হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা এটা কর্তন করেছে। ভুক্তভোগী ঋণ গ্রহীতাদের দাবি সংকটময় মুহুূর্তে সরকার ঘোষিত সময়ের মধ্যে পড়া ঋণের কিস্তিগুলো না কাটা হোক। তাহলে দেশের এই সংকটময় মুহুূর্তে আমরাও আমাদের প্রতিবেশি দুঃস্থ-অসহায় ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়াতে পারতাম। যদিও আমাদের বেতন-ভাতা হতে একদিনের বেতনের সম-পরিমাণ অর্থ রূপালি-অগ্রণীসহ বিভিন্ন ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বরে ইতিমধ্যে জমা করতে হয়েছে। ইতিপূর্বেও আমরা গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পূনরবাসনে একদিনের বেতন জমা দিয়েছিলাম। সংকটকালীন সময়ে সরকার ঘোষিত সময়ের মধ্যে সব ধরনের ঋণের কিস্তি কর্তন বন্ধ করবেন বলে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীসহ সচেতনমহল।
Leave a Reply