সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৩.০২ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভয়ঙ্কর করোনা ভাইরাসের নেই কোনও ওষুধ বা প্রতিষেধক। ফলে প্রতিদিনই প্রায় লাখখানেক মানুষ নতুন করে এতে আক্রান্ত হচ্ছেন। আর মারা যাচ্ছেন আরও হাজার হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় সোমবার বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার সকালেই আক্রান্ত হয়েছেন আরও ১৩শ’র বেশি মানুষ। ফলে এই মুহূর্তে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৫ হাজার ১৭৯ জনে।

সোমবার গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৫ হাজার ৪২৩ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ১ লাখ ১৯ হাজার ৬১৮।

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৪ হাজার ৬৩৬ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩ লাখ ৫৯ হজার ৫৯৪ জন। এদের মধ্যে ৫১ হাজার ৭৪৭ জনের অবস্থা গুরুতর।

দেশ আক্রান্ত মৃত সুস্থ
বাংলাদেশ ৮০৩ ৩৯ ৪২
মার্কিন যুক্তরাষ্ট্র ৫,৮৭,১৭৩ ২৩,৬৪৪ ৩৬,৯৪৮
স্পেন ১,৭০,০৯৯ ১৭,৭৫৬ ৬৪,৭২৭
ইতালি ১,৫৯,৫১৬ ২০,৪৬৫ ৩৫,৪৩৫
ফ্রান্স ১,৩৬,৭৭৯ ১৪,৯৬৭ ২৭,৭১৮
১০ জার্মানি ১,৩০,০৭২ ৩,১৯৪ ৬৮,২০০
১১ যুক্তরাজ্য ৮৮,৬২১ ১১,৩২৯ ৩৪৪
১২ চীন ৮২,২৪৯ ৩,৩৪১ ৭৭,৭৩৮
১৩ ইরান ৭৩,৩০৩ ৪,৫৮৫ ৪৫,৯৮৩
১৪ তুরস্ক ৬১,০৪৯ ১,২৯৬ ৩,৯৫৭
১৬ বেলজিয়াম ৩০,৫৮৯ ৩,৯০৩ ৬,৭০৭
১৭ নেদারল্যান্ডস ২৬,৫৫১ ২,৮২৩ ২৫০
১৮ সুইজারল্যান্ড ২৫,৬৮৮ ১,১৩৮ ১৩,৭০০
১৯ কানাডা ২৫,৬৮০ ৭৮০ ৭,৭৫৬
২০ ব্রাজিল ২৩,৭২৩ ১,৩৫৫ ২,৯৭৯
২১ রাশিয়া ১৮,৩২৮ ১৪৮ ১,৪৭০
২২ পর্তুগাল ১৬,৯৩৪ ৫৩৫ ২৭৭
২৪ অস্ট্রিয়া ১৪,০৪১ ৩৬৮ ৭,৩৪৩
২৫ ইসরায়েল ১১,৮৬৮ ১১৭ ২,০০০
২৬ সুইডেন ১০,৯৪৮ ৯১৯ ৩৮১
২৭ আয়ারল্যান্ড ১০,৬৪৭ ৩৬৫ ২৫
২৮ দক্ষিণ কোরিয়া ১০,৫৬৪ ২২২ ৭,৫৩৪
২৯ ভারত ১০,৫৪১ ৩৫৮ ১,২০৫
৩০ পেরু ৯,৭৮৪ ২১৬ ২,৬৪২
৩২ জাপান ৭,৬৪৫ ১৪৩ ৭৯৯
৩৩ ইকুয়েডর ৭,৫২৯ ৩৫৫ ৫৯৭
৩৪ চিলি ৭,৫২৫ ৮২ ২,৩৬৭
৩৫ পোল্যান্ড ৬,৯৩৪ ২৪৫ ৪৮৭
৩৬ রোমানিয়া ৬,৬৩৩ ৩৩১ ৯১৪
৩৭ নরওয়ে ৬,৬০৫ ১৩৪ ৩২
৩৮ অস্ট্রেলিয়া ৬,৩৯৮ ৬১ ৩,৪৯৪
৩৯ ডেনমার্ক ৬,৩১৮ ২৮৫ ২,২৩৫
৪০ চেক প্রজাতন্ত্র ৬,০৫৯ ১৪৭ ৫২৭
৪১ পাকিস্তান ৫,৭১৬ ৯৬ ১,৩৭৮
৪২ মেক্সিকো ৫,০১৪ ৩৩২ ১,৯৬৪
৪৩ সৌদি আরব ৪,৯৩৪ ৬৫ ৮০৫
৪৪ ফিলিপাইন ৪,৯৩২ ৩১৫ ২৪২
৪৫ মালয়েশিয়া ৪,৮১৭ ৭৭ ২,২৭৬
৪৬ ইন্দোনেশিয়া ৪,৫৫৭ ৩৯৯ ৩৮০
৪৭ সংযুক্ত আরব আমিরাত ৪,৫২১ ২৫ ৮৫২
৪৮ সার্বিয়া ৪,০৫৪ ৮৫ ৪০০
৪৯ পানামা ৩,৪৭২ ৯৪ ৬১
৫০ ইউক্রেন ৩,৩৭২ ৯৮ ১১৯

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com