মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবেদন পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
শনিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে মারা যান মাদারীপুরের কালকিনির এসকেন্দার আলী খান। এদিন ভোরে তাকে পিটিয়ে, কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে ফেলা হয়।
নিহত এসকেন্দার আলী মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার সমর্থক। নৌকার সমর্থকরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আনিছুর সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে। তা পেলেই কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।
নিহতের কথা উল্লেখ করে তিনি বলেন, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, পথে তাকে আক্রমণ করা হয়েছে। তারা একই বংশের। তাদের পারস্পরিক আত্মীয়তা রয়েছে, তবে কিছু দিন আগে তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল।
সেটার কারণে হয়েছে নাকি একান্তই নির্বাচনী কারণে হয়েছে; এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমরা আরও কিছু তথ্য-উপাত্ত চেয়েছি। আনিছুর বলেন, কখনোই অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। কাজেই সেভাবে আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিয়েছি।
একইসঙ্গে নির্বাচনে ভোট দিতে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই কমিশনার।তিনি বলেন, ভোট উৎসবমুখর করাই কমিশনের চ্যালেঞ্জ। প্রতিহত করার অধিকার কারোর নেই। যদি কেউ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷
আনিছুর বলেন, দুই এক দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরি মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। আর দায়িত্ব পালনে অবহেলার কারণে কমিশনের পক্ষ থেকে প্রশাসনে রদবদল অব্যাহত রাখা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
Leave a Reply