সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

আমার মনে হয়, জনগণ সময়মতো ভোট দেবেন : আসাদুজ্জামান খান কামাল

  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬.২৫ পিএম
  • ৭৬ বার পড়া হয়েছে

ভোট বর্জন ও প্রতিহত করতে খাজনা, কর এবং গ্যাস, বিদ্যুৎ পানিসহ বিভিন্ন সেবার বিল না দিয়ে সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে বিএনপি যে ডাক দিয়েছে, তাতে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, দেশের জনগণ তাদের চেনে। তাদের এ সমস্ত ডাকে জনগণ কোনো দিনই প্রতিক্রিয়া দেখায়নি। আমার মনে হয়, জনগণ সময়মতো ভোট দেবেন এবং নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দেবে।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচন কমিশন ভোট সুষ্ঠু করতে সকল চেষ্টা করছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষ। তারা অনেক ভোট, সহিংসতা দেখেছে। তাদের মোকাবেলা করার অভিজ্ঞতাও আছে।

এর আগে গোপন জায়গা থেকে অনলাইন ব্রিফিংয়ে করে নির্বাচন প্রতিহতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন।

‘বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। লেনদেন এড়িয়ে চলুন।

এছাড়া মামলায় অভিযুক্ত বিএনপির নেতাকর্মীদের আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকারও আহ্বান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের জন্যও সেটাই করবে। তাহলে কী হবে? সেটিও তাদের চিন্তায় নেওয়া উচিত।

‘যারা অসহযোগ করবেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়! যেহেতু ওনারাই চাচ্ছেন, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কী হবে? তারা কি সেটি বুঝতে পারছেন  ?

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, এ দেশের জনগণ তাদের ভোট দেবে না, এটা জেনেই নির্বাচন বানচাল করতে তারা নানা ধরনের কর্মসূচি পালন করছে।
‘নাশকতা তারা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। ২০১৩ ও ২০১৪ সালেও তারা এসব করছে।’

আর আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং আবারো আসবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

তবে ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

সর্বশেষ মঙ্গলবার ভোরে তেজগাঁওয়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়া হয়। নাশকতার ওই আগুনে পুড়ে নিহত হন মা, শিশুসহ চারজন। এর আগে নাশকতা কারীরা গাজীপুরে রেল লাইন কেটে ফেললে দুর্ঘটনা পড়েন ট্রেন। সেখানে মানুষের প্রাণহানি ঘটে।আসাদুজ্জামান কামাল বলেন, ২৭টি রাজনৈতিক দল ভোটে আসছে। উৎসব বিরাজ করছে। দেশে ভোটের আমেজ চলে আসছে। তেজগাঁওয়ের নাশকতা অমানুষদের কাজ। এটা হৃদয় বিদারক ঘটনা। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com