গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ-ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এমপি পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জানা যায়,১৮ই ডিসেম্বর সোমবার ২০২৩ ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে মোট ১৩ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করবেন।তার মধ্যে ঠাকুরগাঁও-০১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-০২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচন অ করবেন বলে জানা যায়।জেলা রিটার্নং অফিসে সকাল থেকে তিন ধাপে তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।ঠাকুরগাঁও-১আসনে ৪জন সংসদ সদস্য পদপ্রার্থী দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।ঠাকুরগাঁও-২ আসনে তিনজন প্রার্থী দলীয় প্রতীকে ও ২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এবং ঠাকুরগাঁও-৩ আসনে তিনজন দলীয় প্রতীকে ও ১জন স্বতন্ত্র ঈগল পাখি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।ঠাকুরগাঁওয়ে তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮১ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯১২ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭ টি।তবে নির্বাচনে কোন আচরণ বিধি লঙ্ঘন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়।
Leave a Reply