শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিসিএস একজন প্রার্থী পরীক্ষায় সর্বোচ্চ ৪ বার অংশহণ করতে পারবে পুলিশ কর্মকর্তা শহীদুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল জাতীয় পতাকার অবমাননা করায় ইসকনের ২ যুবক গ্রেপ্তার সাংবাদিক পরিবারের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে : উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ একুশে টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভূষ্মিভুত; কোটি টাকার ক্ষতি নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফের শিরোপা জিতলো বাংলাদেশ স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন

  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ দুপুর ১টা নাগাদ ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ৩৫টি মঞ্জুর, ১৮টি না মঞ্জুর এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।

গতকাল শনিবার শেষ দিন পর্যন্ত ৫৬১টি আপিল জমা পড়েছে ইসিতে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে শুনানি। এরপর ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

জানা গেছে, আবেদনের ক্রমিক অনুযায়ী শুনানি শুরু করবে সিইসিসহ চার কমিশনার। প্রতিদিন ১০০টি আপিল শুনানির লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।

শেষ খবর অনুযায়ী টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীবেব আপিল নামঞ্জুর ও টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার আপিল মঞ্জুর করা হয়েছে। টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এটিএম আনিছুর রহমান বুলবুলের আপিল নামঞ্জুর করা হয়েছে।

জামালপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হালিম মন্ডলের আপিল নামঞ্জুর ও জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে।

যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান ও যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমানের আপিল মঞ্জুর, যশোর-৩ আসনের জাকের পার্টির প্রার্থী মহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া যশোর-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামানের আপিল মঞ্জুর ও একই আসনের জাকের পার্টির প্রার্থী হাবিবুর রহমানের আপিল নামঞ্জুর করা হয়েছে। যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলামের আপিল নামঞ্জুর করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামানের আপিল মঞ্জুর করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খানের আপিল মঞ্জুর করা হয়েছে।

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান ও একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগমের আপিল মঞ্জুর করা হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কবির মিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে। নেত্রকোনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী ছমীর উদ্দিনের আপিল নামঞ্জুর করা হয়েছে।

খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমানের আপিল মঞ্জুর ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারার আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর আপিল নামঞ্জুর করা হয়েছে।

চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের আপিল মঞ্জুর, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের আপিল মঞ্জুর, চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের আপিল নামঞ্জুর, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আবদুচ সালামের আপিল মঞ্জুর ও চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের আপিল মঞ্জুর করা হয়েছে।

বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে। মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

মুন্সিগঞ্জ-২ আসনের বিএনএফ প্রার্থী মো. বাছু শেখ আপিল মঞ্জুর ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনার আপিল নামঞ্জুর করা হয়েছে এবং মুন্সিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মমতাজ সুলতান আহমেদের আপিলের বিষয়ে পরে জানানো হবে।

ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেনের আপিল নামঞ্জুর করা হয়েছে। রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকারের আপিল মঞ্জুর ও একই আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আপিল মঞ্জুর করা হয়েছে। রংপুর-২ আসনের বিএনএফ প্রার্থী মো. জিল্লুর রহমানের আপিল আদেশ পরে জানানো হবে।

মাদারীপুর-২ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রার্থী ইউসুফ আলী সুমনের আপিল মঞ্জুর করা হয়েছে। কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজ আল মামুনের আপিল আদেশ পরে জানানো হবে।

ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসানের আপিল মঞ্জুর ও ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খুশুর আপিল আদেশ পরে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com