করোনার অতিমারির জেরে গোটা ইউরোপ প্রায় স্তব্ধ। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই, গরিব মানুষগুলো। তাঁদের খাবার জুটছে না প্রায়ই। এ বার তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন ইটালির নেলসসের স্থানীয়রা।দক্ষিণ ইটালির নেপলসে দেখা গিয়েছে এক অদ্ভুত মন ভাল করা দৃশ্য। সেখানে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে বার্তাও দেওয়া হয়েছে। কাগজে লেখা, ‘যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান।’ ঝুড়িগুলিতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা থাকছে।আসলে নেপলসে যাঁদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাঁদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাঁদের খাবারের প্রয়োজন, তাঁরা নিয়ে যেতে পারবেন।
সোশ্যাল মিডিয়ায় এমন খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা, রুটি-সহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।
Leave a Reply