শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকাসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশে ক্রিকেট দল জিম্মি জাহাজে দস্যুরা খাবারে তৃপ্তি না পেয়ে দুম্বা নিয়ে আসতো: লক্ষ্মীপুরে ক্যাডেট আইয়ুব রায়পুর উপজেলা নির্বাচন প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাচনে সাফায়েত ভুইয়ার মতবিনিময়-মিছিল গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি বিএনপির আরও ৫ নেতাকে বহিষ্কার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ

গৌরীপুরে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস ময়মনসিংহ : ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া গৌরীপুরে বিভিন্ন পর্যায়ের  ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
 এছাড়াও  তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
 বৃহস্পতিবার ( ৫ অক্টোবর ) দুপুরে স্থানীয় পাবলিক হল মিলনায়গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার  ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- গৌরীপুর একটি ঐতিহ্যবাহী শিক্ষা ও সংস্কৃতির নগরী। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ দূর্গাপুজা হয় এই উপজেলায়। এখানে বড় ধরনের সংস্কৃতির বন্ধন রয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ গৌরীপুর। আমরা যারা অসাম্প্রদায়িক চেতনা লালন করি, আমরা বদলে দিতে পারি এই উপজেলাকে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। গৌরীপুর উপজেলা হোক বাংলাদেশের মধ্যে প্রথম স্মার্ট উপজেলা।
এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। মাদকের সংস্পর্শ থেকে ছাত্র-যুবকদের বাঁচাতে হবে। খেলাধুলার আয়োজন করতে হবে। লেখাপড়ায় মনোযোগ দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- শুক্রবার ছুটির দিন থাকে। শুক্রবার কোচিং সেন্টারগুলো বন্ধ রাখতে হবে। বাচ্চাদের শুক্রবারে কোচিং সেন্টারে না পাঠানোর অনুরোধ করেন তিনি। শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক গড়ে তোলতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানানোর পাশাপাশি শহরের যানজট নিরসন, রাস্তা ঘাট নির্মাণসহ মাদক ও দূর্নীতি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার  (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, গৌরীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, অগ্রদুত নিকেতন আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, আল ফারুক, জায়েদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ ।
এতে আরো উপস্থিত ছিলেন- স্মার্ট সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সাব-রেজিষ্ট্রার হেলেনা পারভিন, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীনসহ  উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,  সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময়  সভার পূর্বে বিভাগীয় কমিশনার উপজেলা (ভূমি) অফিস,  পৌর ভূমি অফিস, গৌরীপুর প্রেসক্লাব, স্থানীয় বঙ্গবুন্ধ চত্বরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com