অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটকে পড়া ১৫১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
মঙ্গলবার ভোরে তাদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর ছাড়েন তারা।
দেশে ফেরা বাংলাদেশিরা লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। সেখান থেকে তাদের উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরত পাঠায় আওএম।
লিবিয়া ফেরতরা জানান, অবৈধভাবে থাকতে গিয়ে সেখানকার পুলিশকে কখনো ঘুষ দিতে হয়েছে। আবার কখনো টাকা নিয়েছে মাফিয়া চক্র।
লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস আটকে পড়া অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে আইওএমের সঙ্গে কাজ করছিল।
Leave a Reply