আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। বিগত কয়েক বছর ধরে সেই ঘটনা নিয়ে সিরিজ আকারে কাহিনিচিত্র নির্মাণ করছেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান। সেই ধারাবাহিকতায় অতি সম্প্রতি তার লেখা ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে দুটি কাহিনিচিত্র ‘সেই রাত্রির রক্ত¯স্রোত’ এবং ‘রিন্টুর না ফেরা’।
সহিদ রাহমানের রচনায় ‘সেই রাত্রির রক্ত¯্রােত’ কাহিনিচিত্রটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। আর এই কাহিনিচিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আহসান হাবিব নাসিম, তারিন জাহান, মাজনুন মিজান, সুষমা সরকার, শাহজাহান সম্রাটসহ আরও অনেকে। অপর কাহিনিচিত্রটির নাম ‘রিন্টুর না ফেরা’। সহিদ রাহমানের রচনায় এর নাট্যরূপ দিয়েছেন সাইয়েদ আহমাদ। নির্মাণ করেছেন অঞ্জন আইচ। ‘রিন্টুর না ফেরা’ কাহিনিচিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, ফারজানা ছবি, জিয়াউল হাসান কিসলু, ড. মোহাম্মদ বারী, খলিলুর রহমান কাদেরী, শিবলী নোমান, স্বর্ণলতাসহ আরও অনেকে। আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কাহিনিচিত্র ‘রিন্টুর না ফেরা’ চ্যানেল আইয়ে রাত ৭-৫০ মিনিটে এবং ‘সেই রাত্রির রক্তস্রোত’ রাত ৮-৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
‘সেই রাত্রির রক্ত¯্রােত’ কাহিনিচিত্র নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ-এর এপিএস শফিকুল আলম মিন্টুকে ঘিরে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৫ সালের ১০ সেপ্টেম্বর গভীর রাতে শফিকুল আলম মিন্টুকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদের নেতৃত্বে সরকারি বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে ‘রিন্টুর না ফেরা’ কাহিনিচিত্রের গল্পে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের উপর যখন নির্মম হত্যাকান্ড চালানো হয়, তার কিছুক্ষন পূর্বে সাবেক পানি-সম্পদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের বাসায়ও কিলিং মিশন চালানো হয়। সেখানে তাদের সঙ্গে হত্যা করা হয় তরুণ গিটারিস্ট বরিশালের প্রথম ব্যান্ড দল ক্রিডেন্স-এর অন্যতম সদস্য সঙ্গীত পাগল আবদুল নঈম খান রিন্টুকে। সাবেক শিল্পমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানের আমন্ত্রণে ১৯৭৫-এর ১১ আগষ্ট ক্রিডেন্স ব্যান্ড দল ঢাকায় আসে। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ঢাকার মিন্টো রোডে শিল্পমন্ত্রী এ.এইচ.এম কামরুজ্জামানের বাসায় সঙ্গীত পরিবেশন করে রাত ১১টার দিকে আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় অবস্থান করেন তারা। সেখানে এসে ড্রইংরুমে শুয়ে পড়েন সবাই। ফজরের আজানের সময় ব্যাপক গোলাগুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এরপর দেখতে পান লম্বা চওড়া কালো পোশাকে অস্ত্রহাতে অনেক সৈন্য বন্দুক তাক করে আছে। তারা আত্মরক্ষার জন্য প্রথমে দোতলার সিঁড়ির নিচে গার্ড হাউজে আশ্রয় নেন। কিন্তু পেছনের কক্ষ থেকে রিন্টু এবং তাঁর বন্ধু তপন মাহমুদ বের হয়ে পালাতে চাইলে আর্মিরা তাদের ধরে আনেন। ততক্ষণে আব্দুর রব সেরনিয়াবাত, বেবি সেরনিয়াবাত ড্রইংরুমে দাঁড়ানো ছিলেন, তাদের পাশে গিয়ে দাঁড়ালেন আব্দুল নঈম খান রিন্টু। ভেবেছিলেন তাদের পাশে দাঁড়ালে হয়তো আর্মিরা তাকে মারবেন না। কিন্তু বিধিবাম। আর্মিরা প্রথম চার জনকে এলোপাথারি ব্রাশফায়ার করে। তারা হলেন আব্দুর রব সেরনিয়াবাত, বেবি সেরনিয়াবাত, সুকান্ত আব্দুল্লাহ ও আব্দুল নঈম খান রিন্টুসহ আরো নয়জন শহীদ হন। শান্ত স্বভাবের রিন্টু ছিলেন সকলের ভালোবাসার পাত্র। ভাই বোনদের আদরের। মায়ের চোখের মনি। রিন্টু স্বপ্ন দেখতো বড় একজন লিড-গিটারিস্ট হবে। বন্ধুদের নিয়ে দল করে গান প্রাক্টিস নিয়মিত চলতো। এক স্বপ্নবাজ সদ্য কৈশোর উদীয়মান এই শিল্পী দেশবরেণ্য একজন লিড গিটারিস্ট হতে পারতেন। ‘রিন্টুর না ফেরা’ একজন মায়ের অপেক্ষার এবং মা ছেলের ভালোবাসার কাহিনিচিত্র।
Leave a Reply