আল সা্মাদ রুবেলঃ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব কর্তৃক আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত-শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, কবিতা ও ৭ই মার্চের ভাষণের উপর শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উদ্বোধন এবং সুস্থ সংস্কৃতি বিকাশে ট্র্যাব- মিডিয়া অ্যাওয়ার্ড গত মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি রাজু আলীম ও বাংলাদেশ এডিটরস্ ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন। এছাড়া দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মীরা।
প্রাপ্তি – ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত পিতা বনাম পুত্র গং নাটকের জন্য সেরা অভিনেতা -চঞ্চল চৌধুরী , শাহনাজ খুশি, নাট্যকার – বৃন্দাবন দাস, প্রযোজক- কাজী রিটন এবং পরিচালক – সকাল আহমেদ পুরস্কৃত হন । ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত “পিতা বনাম পুত্র গং” নাটকটি অন- এয়ার শুরু হয় ২০২২ এর অগাষ্টে| সপ্তাহের ৫ দিন প্রচারিত এই ধারাবাহিক নাটকটি ২৬০ পর্বে শেষ হবে ২০২৩ এর অগাষ্টে|
চঞ্চল চৌধুরী অ্যাওয়ার্ড পাওয়ার পরে বলেন,’অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে এটা একটা কাজের স্বীকৃতি এবং কাজকে এগিয়ে নিয়ে যায় সামনে আরো নতুন নতুন কাজ করব সেই প্রত্যাশা রাখছি দর্শক ভালো কিছু দেখবে সামনে আরো।
Leave a Reply