মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

চবির দুই শিক্ষর্থীকে পুরস্কৃত করলো যুক্তরাজ্যের ‘ডায়না অ্যাওয়ার্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের আব্দুল্লাহ আল হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী নিশাত সুলতানা সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের সম্মানজনক ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

‘ডায়না অ্যাওয়ার্ড’ হল তরুণদের উৎসাহ প্রদানের পুরস্কার। অর্থাৎ এ পুরস্কার সেই তরুণদের দেয়া হয়, যারা অন্যদের জীবন উন্নত করার জন্য সেবামূলক কাজ করে।প্রিন্সেস অফ ওয়েলস ডায়নার নামানুসারে, পুরস্কারটি ১৯৯৯ সালে গর্ডন ব্রাউনের সভাপতিত্বে একটি বোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়।যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন প্রয়াত প্রিন্সেস অফ ওয়েলস ডায়নার সম্মানে এই পুরস্কারটি চালু করেন।
‘পথচলা ফাউন্ডেশন’র মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সমতা নিশ্চিত করতে ভূমিকা রাখার জন্য সম্মানজনক এই অ্যাওয়ার্ড পান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল হাসান। অন্যদিকে নিশাত এই অ্যাওয়ার্ড পেয়েছেন ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা অর্জনে ভূমিকা রাখায়। নিশাত সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক।পথচলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘সমাজে সমতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আগে বিভিন্ন সংগঠনে কাজের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। এ লড়াইকে আরও জোরালো করতে আমরা ২০১৯ সালে পথচলা ফাউন্ডেশন শুরু করি। আমরা সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতেদ শুরু করি। বিশেষ করে তরুণদের দক্ষতা বৃদ্ধি, নারীদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী হতে সাহায্য করা, স্বাস্থ্য সচেতনতাসহ নানা বিষয়ে কাজ করেছি আমরা। এরই মধ্যে পথচলা ফাউন্ডেশন ২০২০ সালে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ারিং অ্যাওয়ার্ড, ২০২১ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সেরা ৩১, এবং ২০২২ সালে জাতিসংঘ আইভিডি অ্যাওয়ার্ড পেয়েছে।’এক টাকায় শিক্ষা’র সহপ্রতিষ্ঠাতা নিশাত সুলতানা বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পাওয়ার বিষয়টি ইমেইলে জানানো হয়। অ্যাওয়ার্ড মানে কাজের স্বীকৃতি। সেটি এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের হওয়ায় আরও ভালো লাগছে। আমাদের সংগঠনের জন্য এটি অনেক বড় একটি পাওয়া। ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ‘এক টাকায় শিক্ষা’র যাত্রা শুরু। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা অর্জনের পথকে মসৃণ করতে কাজ করছে সংগঠনটি। সদস্যদের প্রতিদিন ১ টাকা অনুদান থেকে এই সংগঠনের মাধ্যমে নিশ্চিত হচ্ছে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। ২০২০ সালে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ও অর্জন করে আমাদের এই সংগঠন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com