আসাদুজ্জামান মাসুদঃ মিরপুর বাজার পাড়ার একটি বাসায় স্ত্রী খুন হওয়াতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম নাদিরা বেগম (৩৭)। অভিযুক্ত স্বামী গাউস হোসেন একজন ফল ব্যবসায়ী।
গত শনিবার শহর আলীর বাড়িতে রাত ৯ টায় সময় এই ঘটনা ঘটে। নাদিরা বেগম কে প্রথমে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় নাদিরা বেগম ফলবিক্রেতা গাউস হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। গাউস হোসেন দারুসসালাম এলাকাতেই ফলের ব্যবসা করতেন।
গত শনিবার রাত ৯টার দিকে স্ত্রী নাদিরা বেগম এর সাথে গাউস হোসেনের কথা কাটাকাটি হলে গাউস হোসেন ভারী বস্তু দ্বারা নাদিরা বেগম এর মাথায় আঘাত করে। এতে নাদিরা বেগম সংজ্ঞাহীন হয়ে পড়লে গাউস হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
সেখানেই নাদিরা বেগমের মৃত্যু ঘটে। পুলিশ রাতে হাসপাতাল থেকে গাউস হোসেনকে গ্রেফতার করে।
Leave a Reply