বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ ছিল দুই হাজার ৯৯৩ কোটি ডলার।
এর পর ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় পাঁচ কোটি ৯০ লাখ ডলার। ফলে দিন শেষে রিজার্ভ আরও কমে যায়। ডলার সংকটের কারণে কমেছে রিজার্ভ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত মার্চে, অন্তত ২২ দশমিক নয়-পাঁচ বিলিয়ন ডলারের নিট রিজার্ভ রাখার লক্ষ্য নির্ধারণ করে দেয়। তবে সেটা পূরণ করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। আগামী জুনে মজুদের পরিমাণ বাড়িয়ে ২৪ দশমিক চার-ছয় বিলিয়ন ডলারে উন্নীত করার শর্ত রয়েছে সংস্থাটির।
চলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩০ বিলিয়নের নিচে নেমেছিল। এর পর বিশ্বব্যাংকের ঋণের টাকা আসায় তা খানিকটা বাড়ে।
–ইনডিপেনডেন্ট
Leave a Reply