প্রবল ঝড়ের কারণে সৃষ্ট অনেকগুলো ঘূর্ণিঝড়ে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলের কয়েকটি ছোট ও বড় শহরে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঝড়গুলো আরকানসাস অঙ্গরাজ্যের রাজধানী অতিক্রম করার সময় ধ্বংসযজ্ঞ চালায়।এই ঝড়ে ইলিনয়ের একটি জনবহুল কনসার্ট ভেন্যুর ছাদ ধসে পড়ে। শনিবারে এসব ঝড়ের ক্ষয়ক্ষতির মাত্রা, পুরো অঞ্চলের মানুষকে হতবাক করে দেয়।
নিশ্চিত খবর ও ধারণা অনুযায়ী, এ ধরনের টর্নেডোতে অন্তত ৮টি অঙ্গরাজ্যে এবং যুক্তরাষ্ট্রের একটি বড় অঞ্চল জুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে। আর, এই ঝড় বিভিন্ন লোকালয়ে ব্যাপক আবর্জনা ফেলে রেখে গেছে। মৃতদের মধ্যে রয়েছে টেনেসির একটি কাউন্টিতে ৭ জন, আরকানসাসের ছোট শহর উইনিতে ৪ জন, ইন্ডিয়ানার সালিভানে ৩ জন এবং ইলিনয় অঙ্গরাজ্যের ৪ বাসিন্দা।
এছাড়াও, শুক্রবার রাতে শুরু হয়ে শনিবার পর্যন্ত অব্যাহত থাকা ঝড়ে আলাবামা, মিসিসিপি ও আরকানসাসের লিটল রকে প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। সেখানকার নগর কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, লিটল রকে ২ হাজার ৬০০ ভবন টর্নেডোর গতিপথের মধ্যে পড়েছে।
টেনেসির মেমফিস থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উইনি শহরে ৮ হাজার মানুষের বসবাস।শনিবার সকালে শহরের বাসিন্দারা ঘুম থেকে উঠে হতবাক হয়ে যায়। তারা দেখতে পান, হাইস্কুলের ছাদে ফাটল দেখা দিয়েছে এবং এর জানালোগুলো উড়ে গেছে। এছাড়াও তারা দেখতে পান, বড় বড় গাছ মাটিতে পড়ে আছে এবং তাদের কাণ্ডগুলো দুমরে গেছে। তারা দেখেছেন জানালা, দেয়াল ও ছাদ ভাঙা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।
অ্যাডামসভিল শহরের মেয়র ডেভিড লেকনার জানান, মেমফিসের পূর্বে অবস্থিত, মিসিসিপি অঙ্গরাজ্যের সীমান্ত ঘেঁসা টেনেসির ম্যাকনেয়ারি কাউন্টিতে অন্তত ৭ ব্যক্তি নিহত হয়েছেন।
ইলিনয়ের বেলভিদেয়ারে অঞ্চলের অ্যাপোলো থিয়েটারে একটি হেভি মেটাল কনসার্টে যোগ দিয়েছিলেন ২৬০ দর্শনার্থী। অ্যাপোলো থিয়েটারের ছাদের অংশবিশেষ ধসে পড়লে ৫০ বছর বয়সী এক ব্যক্তি চাপা পড়েন। ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।জরুরী সেবা কর্মীরা উপস্থিত হওয়ার আগেই তিনি মারা যান। কর্মকর্তারা জানান, আরো ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
ইলিনয়ের ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছেন ৩ জন; আহত হয়েছেন ৮ জন। কাউন্টি বোর্ডের চেয়ারম্যান বিল বার্ক জানান, টর্নেডোটি নিউ হেবরনের আশেপাশে আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, লিটল রক এলাকায় ১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
প্রেসিডেন্ট জো বাইডেন রোলিং ফর্কের মিসিসিপি কমিউনিটি পরিদর্শন করার কয়েক ঘণ্টা পর ঘূর্ণিঝড়গুলো আঘাত হানে। গত সপ্তাহে ঘূর্ণিঝড়ে এ শহরের কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
পূর্ব আইওয়াতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইলিনয়ের পেয়োরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ে জানালা ভেঙ্গে গাড়ির ওপর পড়েছে এবং বহু ভবনের ক্ষতি হয়েছে।
Leave a Reply