সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত ১

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৩.৪৮ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া একটার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নৈশপ্রহরী দায়িত্ব থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com