রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে ২৫ থেকে ৩১ মার্চ কাপড়ের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৮.৪৯ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে ২৫ থেকে ৩১ মার্চ সারা দেশের কাপড়ের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিকরা।

রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জাগো নিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার মার্কেটের সকল কাপড়ের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তের ফলে শুধু কাপড়ের দোকান বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্য সকল ধরনের পণ্যের দোকান খোলা থাকবে।

এ সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এখন কাপড়ের মার্কেটে ক্রেতা আসে না। আমাদের লোকজনও (কর্মী) আসতে চাই না। এতে আমাদের অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে। এ কারণে আমরা আপাতত ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত কাপড়ের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মৃত্যু ছাড়িয়েছে ১৩ হাজার, আক্রান্ত ৩ লাখের বেশি
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন। চীনে গতকাল নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয়জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছে ৮১ হাজার ৫৪ জন, মৃত্যু ৩ হাজার ২৬১ জনের।

দেশে আক্রান্ত বেড়ে ২৭
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন। এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন, ফলে মোট সুস্থ হয়েছেন পাঁচজন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুজনই।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে আরও ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা। এছাড়া আগে আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এবার নতুন করে আরও দুজন সুস্থ হয়েছেন। ফলে মোট পাঁচজন সুস্থ হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com