মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে করোনা ভাইরাস সচেতনা বাড়াতে গণমানুষের মধ্যে যুবলীগের উদ্দোগে সাবান ও লিফলেট বিতরণ হয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) সকালে যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু এবং যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লার নেতৃত্বে উজ্জল চত্তর,টিএনটি রোড, মালিপাড়া,লোকাল বাসস্ট্যান্ড
শানুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাবান ও লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয় যুবলীগের আহ্বায়ক মারফ রায়হান তপু বলেন,দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।সচেতনা অবলম্বন করলে অবশ্যই
প্রত্যেক মানুষের এই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব
এ বিষয় যুবলীগের যুগ্ন-আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা বলেন,যদি কেউ বিদেশ থেকে গমন করে আসে তাকে সর্বনিম্ন ১৪ দিন বাহিরে কোথাও বের না হওয়ার পরামর্শ দিছেন।মানুষের মধ্যে অনাকাঙ্ক্ষিত চিন্তা-ভাবনা দুর করতে আমাদের এ আয়োজন করছি।
করোনা ভাইরাস সচেতনায় সাবান ও লিফলেট বিতরণের সময় যুবলীগের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন গণ্যমান্য উপস্থিত ছিলেন।
Leave a Reply