পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার একটি বোমা বিস্ফোরণে একজন সৈন্য নিহত ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কড়া প্রহরায় থাকা কেন্দ্রীয় অংশে, নিরাপত্তা চৌকির প্রবেশপথে একটি সামরিক গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাদেশিক পুলিশ বা সামরিক বাহিনীর মিডিয়া উইং, কেউই হতাহতের ঘটনা বা কোয়েটার এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালিবান বিদ্রোহী গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী সামরিক বহরে এই হামলা চালিয়েছে।
উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন যে হামলায় কমপক্ষে পাঁচ জন পথচারী আহত হয়েছেন। তাদের নিকটবর্তী বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার কয়েক দিন পর, এই হামলার ঘটনা ঘটলো। পেশোয়ারের হামলায় অন্তত ১০০ মুসল্লি নিহত ও দেড় শতাধিক আহত হন।
পেশোয়ারে বোমা হামলায় আহত ও নিহতদেরে বেশিরভাগই প্রদেশ পুলিশের সদস্য।পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে অবস্থিত মসজিদের ভেতরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে এ হামলা চালায় এবং নিজেকে উড়িয়ে দেয়।
কোনো গোষ্ঠি এখনো পেশোয়ারের এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। কর্মকর্তারা টিটিপি-কে দোষারোপ করছে, তবে বিদ্রোহী গোষ্ঠী তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
Leave a Reply